মোহন্তের সুরে বুশরা গাইলেন ‘শব্দহীন’
এ সময়ের সংগীতশিল্পী বুশরা জাবীন সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘শব্দহীন’ নামের গানটি লিখেছেন সামির এম রহমান। গানটির সুর করেছেন কলকাতার রক আর্টিস্ট সমৃদ্ধ মোহন্ত। গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে গত ২৭ অক্টোবর।
গানটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে বুশরা জাবীন বলেন, ‘প্রথমবারের মতো কলকাতার কোনো রক আর্টিস্টের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছি। গানের কথাগুলো চমৎকার। ইউটিউবে গানটি ছাড়ার পর অনেক ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া গেল পূজায় কলকাতায় আয়োজিত একটি বড় কনসার্টে গানটি গিয়েছিলাম। সেখানকার শ্রোতারাও গানটির অনেক প্রশংসা করেছিলেন।’
বুশরা জানান, ঢাকায় তাঁর নিজের স্টুডিও বুম ফ্যাক্টরিতে টানা ২০ দিন ধরে ‘শব্দহীন’ গানটির রেকর্ডিং করা হয়। গান রেকর্ডিংয়ের সময় সমৃদ্ধ মোহন্ত ঢাকায় এসেছিলেন।
এ ছাড়া কলকাতার জনপ্রিয় ব্যান্ড ডিলিটের সঙ্গেও আরেকটি নতুন রক গানে কণ্ঠ দিয়েছেন বুশরা। গানটির মিক্সিং ও মাস্টারিং চলছে। আসছে ডিসেম্বরে গানটি প্রকাশ করা হবে বলে জানান বুশরা।

ফিচার ডেস্ক