কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী পলাশ
মেয়ের সঙ্গে সংগীতশিল্পী পলাশ। ছবি : সংগৃহীত
ওয়ারফেজ ব্যান্ডের লিড ভোকালিস্ট পলাশ নূর কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম হয়।
বাবা হওয়ার অনুভূতি নিয়ে এনটিভি অনলাইনকে পলাশ নূর বলেন, ‘বাবা হওয়ার পর মনে হচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মেয়ের নাম ইরহাম রাখব বলে ঠিক করেছি। তবে নাম পরিবর্তন করারও সম্ভাবনা আছে। সবাই আমার মেয়ে ও তার মায়ের জন্য দোয়া করবেন।’
পলাশ নূর বর্তমানে রংপুরে অবস্থান করছেন। আগামী বুধবার ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।
পলাশ নূর দীর্ঘদিন রেডিও অ্যাকটিভ ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলেন। পরে ‘পলাশ অ্যান্ড ফ্রেন্ডস’ নামে নিজের একটি ব্যান্ডদলও গড়ে তোলেন তিনি। এর পর গেল জুন মাসে ওয়ারফেজের লিড ভোকালিস্ট হন তিনি। শুধু সংগীতশিল্পী হিসেবে নয়, টেলিভিশনে গানের অনুষ্ঠান উপস্থাপনা করেও জনপ্রিয়তা পেয়েছেন পলাশ।

নাইস নূর