আবদুল্লাহ আল মামুনের নতুন গানের অ্যালবাম ‘তোমার জন্য’
‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি আশির দশকে বেশ জনপ্রিয় হয়েছিল। কুমার বিশ্বজিতের গাওয়া গানটি লিখেছিলেন প্রবাসী গীতিকার আবদুল্লাহ আল মামুন। তিনি সম্প্রতি নতুন একটি গানের অ্যালবামের কাজ শেষ করেছেন। অ্যালবামের নাম ‘তোমার জন্য’। অ্যালবামটির প্রকাশনা উৎসব ২৫ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
অ্যালবামটিতে মোট আটটি গান রয়েছে। অ্যালবামটির জন্য কাজ করেছেন আলী হোসেন, শেখ সাদী খান, আলম খান, লাকী আখন্দ, গাজী মাজহারুল আনোয়ার, মো. রফিকুজ্জামান ও অনুপ ভট্টাচার্যের মতো খ্যাতিমান ব্যক্তিরা। আর কোনো অ্যালবামে একসঙ্গে তাঁরা কখনো কাজ করেননি। শ্রোতাদের গানগুলো ভালো লাগলেই তাঁর প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করেন শিল্পী মামুন।
আবদুল্লাহ আল মামুন বলেন, “সময়ের সঙ্গে মানুষের জীবন, রুচি বদলে যাচ্ছে। যেমন পাশ্চাত্য সংগীত ধারার সংমিশ্রণে এখন বাংলা গানে ফিউশন মিউজিকের জোয়ার চলছে। তবে যে ধারারই হোক না কেন, বাংলা গানের মূলভিত্তি হলো মেলোডি। সেই মেলোডির আবেদন কখনো ফুরোবার নয়। বাঙালি সংস্কৃতি যত দিন বেঁচে থাকবে, তত দিন গানের এই ধারা বেঁচে থাকবে। তাই তো মানুষ পঞ্চাশ ও ষাট দশকের গানগুলো এখনো শুনছে। তরুণ প্রজন্মের অনেকেই সেই কালজয়ী গানগুলো নতুন করে এখন গলায় ধারণ করছে। তবে বাংলা গান, সে যে ধারারই হোক না কেন, মেলোডির আবেদন হলো চিরন্তন, যা কখনো হারিয়ে যাওয়ার নয়। বাংলা গানের সেই ক্ল্যাসিক বা মূলধারাকে ধারণ করেই ‘তোমার জন্য’ অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে। যাতে রয়েছে আধুনিক, ফোক, ও সেমি-ক্লাসিক্যালসহ বিভিন্ন ধারার গান।”
এদিকে দেশের জনপ্রিয় মডেল, অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে প্রবাসে এবং দেশের মনোরম লোকেশনে ‘তোমার জন্য’ অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে। প্রতিটি মিউজিক ভিডিওতে রয়েছে একটি হৃদয়ছোঁয়া গল্প, যা দর্শক-শ্রোতাদের আকর্ষণ করেছে। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউজিক ভিডিওগুলো দেখানো হচ্ছে। লাকী আখন্দের সুরে মেলোডিনির্ভর সেমি-ক্লাসিক্যাল আমেজের ‘মিথ্যে অভিমানে’ গানটি জননন্দিত হয়েছে।
কর্মজীবনে শিল্পী মামুন একজন সফল প্রকৌশলী। যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন ‘মিলেনিয়াম’-এর চোখে নিজস্ব ক্ষেত্রে কীর্তি বিবেচনায় ২০১৩ সালের সেরা অনাবাসী বাংলাদেশি তালিকায় প্রথম ১০ জনের একজন নির্বাচিত হন। মামুন হলেন একের ভেতরে অনেক। নিজের পেশার বাইরেও অনেক ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। সিডনির বাংলা কমিউনিটি রেডিওর পথিকৃৎ আল মামুন একজন দক্ষ রেডিও সাংবাদিক ও উপস্থাপক। তাঁর উদ্যোগে ১৯৯৩ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ায় তরঙ্গমালা নামে এক ঘণ্টার একটি বাংলা বেতার অনুষ্ঠান চালু হয়। এরপর অস্ট্রেলিয়ার বহুজাতিক বেতার সংস্থা এসবিএসের (স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস) বাংলা বিভাগের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তাঁর একমাত্র কাব্যগ্রন্থ ‘খুঁজে পেয়েছি প্রিয়তমা’। অন্তর্জালের বেশ কয়েকটি বাংলা ব্লগ ও বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন তিনি।
ব্যান্ড সোলসের জন্য তাঁর লেখা ‘মুখরিত জীবন’, ‘ভুলে গেছো তুমি’, নকীব খানের কণ্ঠে ‘ছোট্ট বেলার সাথি’ ইত্যাদি গানও শ্রোতানন্দিত হয়। চাটগাঁ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশলী ডিগ্রি অর্জন করে প্রকৌশলী বিভাগে শিক্ষকতা শুরু করেন। কিন্তু পরবর্তী সময়ে উচ্চশিক্ষার হাতছানি ও জীবিকার তাগিদে স্বদেশের সীমানা ছাড়িয়ে স্থায়ীভাবে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।
বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকলেও তাঁর লেখা জনপ্রিয় গানগুলোর মাধ্যমে বাংলাদেশের সংগীত ভুবনের সঙ্গে আবদুল্লাহ আল মামুনের গড়ে উঠেছে সুরের সেতুবন্ধ। দীর্ঘ তিন যুগ পরও সত্তর দশকে সোলসের জন্য লেখা তাঁর মেলাডিনির্ভর গানগুলো নতুন প্রজন্মের মুখেও এখন শোনা যাচ্ছে। একজন সার্থক গীতকার হিসেবে মূল পরিচিতি হলেও নিজেকে একজন কণ্ঠশিল্পী ভাবতেই তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে দীর্ঘদিন পরও তাঁর লেখা গানগুলোর প্রতি শ্রোতাদের অদম্য ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করেছে বারবার। আর সেই উপলব্ধি থেকেই আজকের এই অ্যালবামের প্রয়াস, এ যেন আল মামুনের দ্বিতীয়বার ঘরে ফেরা।

ফিচার ডেস্ক