শাহরুখ-স্পর্শীয়ার ‘জন্মকথা’ ইউটিউবে
প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া। ‘জন্মকথা’শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শাহরুখ কবির। গানটি লিখেছেন হীরা কাঞ্চন হীরক। এর সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এম রেকর্ডের ব্যানারে গানটির ভিডিও গতকাল রোববার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন খাইরুল পাপন।
গানটির মডেল হওয়া প্রসঙ্গে এনটিভি অনলাইনকে অর্চিতা স্পর্শীয়া বলেন, “দেশের গানের প্রতি সবার আলাদা টান রয়েছে। ‘জন্মকথা’ গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সবসময় তো রোমান্টিক গানের মডেল হই। এবারই প্রথম ব্যতিক্রমী একটা গানের কাজ করলাম। আমার গেটআপ-মেকআপেও আছে ভিন্নতা। দারুণ সাড়া পাচ্ছি।”
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি স্পর্শীয়ার সঙ্গে মডেল হয়েছেন শাহরুখ কবির নিজেই। তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমাকে আকৃষ্ট করেছে। এমন গান আরো গাইতে চাই।’
এম রেকর্ডের ব্যবস্থাপনা পরিচালক রাফাত খান বলেন, ‘মিউজিক ভিডিওটির শুটিং আমরা নারায়ণগঞ্জের একটি কলেজে করেছি। ভবিষ্যতেও আমরা ভালো কিছু গানের মিউজিক ভিডিও নির্মাণ করব। ’

নাইস নূর