‘নূর’ এর গানে সুফি প্রশান্তি, আবহসংগীত নিয়ে সমালোচনা—যা বললেন জাহিদ নিরব
আরিফিন শুভর ‘নূর’ সিনেমার দুটি গান ও আবহসংগীতের দায়িত্বে ছিলেন জাহিদ নিরব। মুক্তির পর ‘তুমি আমার নূর’ ও ‘দুলবো লাজুক ফুলে’ গান দুটি দর্শকের আলাদা করে নজর কেড়েছে। প্রথমটি দুঃখের ছায়া ফেলে, একটি নীরব হাহাকার সৃষ্টি করে; দ্বিতীয়টি প্রেমের নরম ভাষা নিয়ে ভেসে ওঠে। একই সঙ্গে সিনেমাটির আবহসংগীত নিয়েও চলছে আলোচনা ও সমালোচনা। গান তৈরির দর্শন, সুরের আত্মিক উৎস, বৈচিত্র্য সামলানোর অভিজ্ঞতা এবং সমালোচনার...
সর্বাধিক ক্লিক
