ঈদ উপলক্ষে আজ এনটিভিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
আজ পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন আজ এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
আজ সকাল ৭টায় ইসলামী অনুষ্ঠান: আপনার জিজ্ঞাসা। প্রযোজনা: শাহ মোহাম্মদ সাইফুল্লাহ। সঞ্চালক: জয়নুল আবেদীন আজাদ। আলোচক: ড. মোহাম্মদ সাইফুল্লাহ। সকাল ৮টায় শিশুতোষ ম্যাগাজিন: হৈ চৈ। উপস্থাপনা: রোদেলা রঙ্গণ। প্রযোজনা: কাজী মোহাম্মদ মোস্তফা। সকাল ৯টায় একক নাটক: কোলাহলের পর। চিত্রনাট্য: ডা. জাহান সুলতানা। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, সমু চৌধুরী, মিলি বাশার, বাশার বাপ্পী প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি: যাও পাখি বলো তারে। পরিচালনা: মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ে: মাহিয়া মাহি, আদর আজাদ, শিপন মিত্র, রাশেদ মামুন অপু, সুব্রত, মাসুম বাশার প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: সরি বাবা। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: আরশ খান, অহনা রহমান, ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ প্রমুখ। বিকেল ৫টা ১০ মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান। শিল্পী: হৈমন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য, প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র, দূর্জয় বড়ুয়া প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নৃত্যানুষ্ঠান: ছন্দে জাগে প্রাণ। প্রযোজনা: জোনায়েদ বিন জিয়া। অংশগ্রহণে: বিদ্যা সিনহা সাহা মীম। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০১। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমুখ।
রাতা ৭টা ৫৫ মিনিটে একক নাটক: সাদা পায়রা। রচনা: তায়মুন নাহার লতা। পরিচালনা: সাইদুর ইমন। অভিনয়ে: খায়রুল বাশার, সাদিয়া আয়মান, সুষমা সরকার, আমিনুর রহমান বাচ্চু, শম্পা নিজাম প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক: বাসায় মানবেনা। রচনা: মানব। পরিচালনা: সম্রাট জাহাঙ্গীর। অভিনয়ে: নীলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আব্দুল্লাহ রানা, সহিদুন্নবী প্রমূখ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক: দোলনা ঘর। রচনা: সাখাওয়াত হোসেন। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল, আব্দুল্লাহ রানা প্রমূখ। রাত ১২টা ২০ মিনিটে ফোক ফিউশন: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান।