‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন সোনাল চৌহান
চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন। ‘দরদ’ শিরোনামের এই সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এই তথ্য নিশ্চিত করে করেছে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনটিভি অনলাইনকে এটাও জানিয়েছে, ‘প্রিয়তমা’ সিনেমার পর এই সিনেমা দিয়েই শুটিংয়ে ফিরছেন শাকিব খান।
সোনাল চৌহান অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন। তবে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘আদিপুরুষ’ সুপার ফ্লপ।
এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামের সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন।