চঞ্চলের নতুন সিনেমা ‘দম’, শাকিবের ‘তুফান’ : পরিচালক কারা?
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি মিলে যৌথ প্রযোজনার দুটি সিনেমার ঘোষণা দিতে যাচ্ছে চলতি সপ্তাহে। যার একটি ঘোষণা হবে আজ শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে।
সিনেমাটির নাম ‘দম’। পরিচালনা করছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। যিনি এর আগে চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) নামের সিনেমা দুটি নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।
৭ বছরের বিরতি শেষে ‘দম’ নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা। যেখানে নায়ক হচ্ছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র।
আর দুদিন পরই (১১ ডিসেম্বর) যে সিনেমার ঘোষণা আসছে সেটি পরিচালনা করবেন রায়হান রাফী। যেখানে নায়ক হিসাবে থাকছেন শাকিব খান। সিনেমার নাম ‘তুফান’। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। আর সিনেমাটির নায়িকা নির্বাচনের কাজ এখনো চললাম বলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।