আজ সোনাক্ষীর বিয়ে
অবশেষে চার হাত এক হতে চলেছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের। বলিপাড়ার খবর, আজ রোববার (২৩ জুন) জাহির ইকবালকে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা। তবে হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়, নেহাতই রেজিস্ট্রি করেই হতে চলেছে এই বিয়ে। এ বিয়েতে পাত্র বা পাত্রী কারোরই কোনো ধর্ম পরিবর্তনের প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিয়েছেন জাহির ইকবালের বাবা। খবর হিন্দুস্তান টাইমস
এদিকে শুরুর দিকে শোনা যাচ্ছিল ভিন্ন ধর্মে একমাত্র মেয়ের বিয়ে মানতে পারছেন না শত্রুঘ্ন সিনহা। আর এই বিয়ে নিয়ে সমস্যা যে হয়েছিল তা সাংবাদমাধ্যমের কাছে স্বীকারও করে নিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, বিয়ের আগে ঝামেলা হওয়াটা স্বাভাবিক, ঝামেলা ছিলও, তবে যা কিছু সমস্যা ছিল তা মিটে গিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত মেয়ের থেকে দূরে সরে থাকতে পারেননি তিনি। সোনাক্ষী-জাহিরের বিয়েতে তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন ও পুণম।
এদিকে সোনাক্ষীর বিয়ের আগে ইতোমধ্যেই আলোর রোশনাই-এ সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’। জাহিরের বাড়িতেও সাজো সাজো রব। তবে পাত্র মুসলিম হলেও মেয়ের বাড়িতে কিন্তু রীতি মেনেই হল পুজো। সোনাক্ষীর বিয়ে উপলক্ষ্যে- ‘রামায়ণ’-এর মন্দিরে পুরোহিত ডেকে পুজো করাতে দেখা গেল পুণম সিনহাকে। মেয়ে সোনাক্ষীকে নিয়েই সেই পুজোয় বসেছিলেন পুণম। সেই ছবি ও ভিডিও এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
এদিকে বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই সিনহাদের ‘রামায়ণ’-এর বাড়িতে বিয়ের পোশাকও ঢুকতে দেখা যায়। একটা ক্রিম ও গোলাপি রঙের লেহেঙ্গা, আকাশি রঙের গর্জাস টপ এবং অফ হোয়াই রঙের শেরওয়ানি ঢুকতে দেখা যায় সোনাক্ষীর বাড়িতে। তবে এই পোশাকগুলো পাত্র-পাত্রীর বিয়ের পোশাক নাকি অন্যান্যদের পোশাক, সে বিষয়টি স্পষ্ট নয়। জানা গেছে আবু জানির পোশাকেই বিয়ের দিন সাজবেন সোনাক্ষী। অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ পোশাকে সাজবেন জাহির ইকবাল।
জানা যাচ্ছে, সোনাক্ষী সিনহার এই বিয়ে ‘হীরামাণ্ডি’র সকল তারকারাই উপস্থিত থাকবেন। থাকবেন খোদ ‘ভাইজান’ সালমান খানও। এ ছাড়াও ইন্ডাস্ট্রি থেকে আরও অনেকেই উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে, সোনাক্ষীর বিয়েতে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহার ভাইয়েরাও আমেরিকা থেকে আসছেন। তবে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই বিয়ের রেজিস্ট্রি হবে জাহির ইকবালের বাড়িতে।
এদিকে, এই বিয়ে নিয়ে জাহির ইকবালের বাবা ইকবাল রতনসি জানিয়েছেন, সোনাক্ষী জাহিরের বিয়েতে না কোনো মুসলিম আচার পালন করবেন না হিন্দু আচার। সইসাবুদ করে বিয়ে করবেন ওঁরা। ইকবাল জোর দিয়ে আরও বলেন, ‘আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। সোনাক্ষীও নয়। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনওনো কাজ নেই।’
তিনি জানিয়েছেন ঈশ্বর এক, হিন্দুরা ঠাকুর বলে আর মুসলিমরা আল্লাহ। ব্যাপারটা একই। তাই এসব নিয়ে তিনি চিন্তিত নন। জানান তাঁর আশীর্বাদ সবসময় জাহির এবং সোনাক্ষীর সঙ্গে থাকবে।