রবীন্দ্র সংগীতে শাহ্ হামজা
কণ্ঠশিল্পী শাহ্ হামজা পুরোদমে এখন নিয়মিত একের পর এক গান প্রকাশ করছেন। এরইমধ্যে তার কণ্ঠে ‘ছেড়ে দিলে হাত’, ‘প্রীতির বাঁধন’, ‘পাগল’ এবং কণ্ঠশিল্পী ন্যন্সির সঙ্গে ‘যে স্মৃতী’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসা কুড়ায়।
এবার এ কণ্ঠশিল্পী প্রকাশ করলেন একটি রবীন্দ্র সংগীত। রবী ঠাকুরের ‘আমার পরানো যাহা চায়’ গানটি কণ্ঠে তুলে নিলেন তিনি। গানটিতে তার সঙ্গে কণ্ঠ ও মডেল হয়েছেন আয়েশা মৌসুমী। গাটিতে কী বোর্ড, সিনথেসাইজার, অ্যারেঞ্জমেন্ট, স্টুডিও এবং রেকর্ডিংয়ে ছিলেন জাহিদ বাশার পঙ্কজ। পিয়ানো প্লে করেছেন শিল্পী নিজেই।
এটি হামজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, ‘রবী ঠাকুরের গানের প্রতি আমার অন্যরকম ভালো লাগা আছে। আমার সে ভালোবাসা থেকে এ গানটি করেছি। অনেকেই গানটি শুনে প্রশংসা করেছেন। শ্রোতাদের জন্য এভাবে নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করবো আগামীতেও।’
প্রসঙ্গত, শাহ হামজা বাংলাদেশের ৯০ দশকের ব্যান্ড সংগীতের একটি পুরনো নাম। ১৯৯৫ সালে তিনি ‘ডোরিয়ান’ নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং একক ক্যারিয়ারও চালিয়ে যান। তার উল্ল্যেখযোগ্য অ্যালবামগুলো হলো-‘নীরব বেদনা’, ‘যে কথা বলা হয়নি’, ‘একা আমি’।