পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, মামলা দায়ের খোদ আল্লু অর্জুনের নামেই!
ভারতে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। বৃহস্পতিবার মুক্তি পাওয়া সিনেমাটি ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এরই মধ্যে এক দুর্ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়তে হলো সিনেমার নায়ক আল্লু অর্জুনকে। হায়দরাবাদে সিনেমার প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছরের এক নারীর। আর এই ঘটনায় নায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে মামলা করা হয়েছে তার নিরাপত্তা রক্ষী ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও।
পুলিশের তরফে জানানো হয়েছে আল্লু অর্জুন আগে থেকে খবর না দিয়ে আচমকাই সেখানে চলে আসেন। পুলিশও সেভাবে প্রস্তুত ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশের পক্ষে।
এদিন হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমা হল কর্তৃপক্ষের কাছে আগে থেকেই খবর ছিল যে অভিনেতা সেখানে আসছেন। কিন্তু তারা কিছুই জানাননি।
নিহতের পরিবারের তরফ থেকে গোটা ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। এমনকি তারা আর্থিক সহায়তা চেয়েছেন। এরপর তাদের অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
নিহতের স্বামী ভাস্কর এদিন এই ঘটনার বিষয়ে বলেছেন, ‘আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা সিনেমাটা দেখতে এসেছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।’
ভাস্কর জানিয়েছেন, তারা গোটা পরিবার মিলে ঠিক করেছিলেন পুষ্পা ২ সিনেমাটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবেন কারণ তাদের ছেলে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দারুণ ভক্ত। বর্তমানে তার ছেলের অবস্থা সঙ্কটজনক।
প্রসঙ্গত, মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
পরিচালক সুকুমার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। গত তিন বছরে আল্লু অর্জুনের অনুরাগীরা অপেক্ষা করেছেন সিনেমার সিক্যুয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।