নির্মাতা সুমন আনোয়ারের বাবা আর নেই

ছবি : ফেসবুক থেকে নেওয়া
জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ারের বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
আজ রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সুমন আনোয়ার লিখেছেন, ‘আজ ভোরে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন।’

সুমন আনোয়ারের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। এ ছাড়া ভক্ত-অনুরাগীরা সুমন আনোয়ারের বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সুমন আনোয়ার বলেন, ধানমন্ডি ১৫ নাম্বার স্টাফ কোয়াটারের পেছনে হাতেমবাগ জামে মসজিদে বাদ জোহর বাবার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে।