পরিচালক হিসেবে পাভেল ইসলামের নতুন অধ্যায়
অভিনয়ের দীর্ঘ পথচলার পর এবার পরিচালকের চেয়ারে বসছেন পাভেল ইসলাম। প্রথমবারের মতো তাঁর রচনা ও পরিচালনায় নির্মিত একক নাটক ‘ফেরা’ প্রচার হবে আগামী ২৫ ডিসেম্বর, খ্রিষ্টীয় বড়দিনে, এনটিভিতে। এই নাটকের মধ্য দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।
তিন দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে অভিনয় করলেও নাট্য পরিচালনায় এটিই তাঁর প্রথম কাজ। পাভেল ইসলাম জানান, পরিচালনায় আসার পরিকল্পনা আগে থেকে ছিল না। তবে নিজের লেখা নাটক অন্যের নির্মাণে প্রত্যাশা পূরণ না হওয়ায় ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করত। সেই অনুভূতি থেকেই তিনি ‘নাট্যকার নির্দেশিত নাটক’ ভাবনার দিকে এগিয়ে যান।
ভাবনাকে বাস্তবে রূপ দিতে তিনটি গল্প ও একটি টিম নিয়ে তিনি শ্রীমঙ্গলে যান। সেখানে নির্মাণ করেন ‘ফেরা’, ‘দৈব প্রেম’ ও ‘হারিয়ে পাওয়া’—এই তিনটি নাটক। এর মধ্যে ‘ফেরা’ ও ‘হারিয়ে পাওয়া’ প্রচার হবে এনটিভিতে, আর ‘দৈব প্রেম’ মুক্তি পাবে একটি অনলাইন মাধ্যমে।
এই তিন নাটকে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, ইন্দ্রানী নিশি, অনিন্দিতা মিমি, সুষমা সরকার, পাভেল ইসলাম, ফাহমিদা শারমিন ফাহমি, মনিরুল ইসলামসহ আরও কয়েকজন শিল্পী।
পরিচালক হিসেবে অভিজ্ঞতা নিয়ে পাভেল ইসলাম বলেন, ‘পরিচালনা কষ্টসাধ্য কাজ। এতদিন সেটে গিয়ে শুধু অভিনয়ের দায় ছিল, এখন সব কিছুর দায়িত্ব নিতে হচ্ছে। শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই গল্পগুলো ভেবেছি। এগুলো হাসি-ঠাট্টা বা হালকা ভাবনার গল্প নয়। সামাজিক মূল্যবোধ, পরিবার আর ব্যক্তির টানাপোড়েনই এখানে মূল বিষয়।’
অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখিতেও যুক্ত পাভেল ইসলাম। তাঁর রচনায় এর আগে ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’, ‘কেউ তো জানে’ ও ‘প্রেম বলে কিছু নেই’ নাটক প্রচারিত হয়েছে। কর্মজীবনের শুরুতে পাক্ষিক আনন্দভুবন পত্রিকায় সাংবাদিকতা করেছেন তিনি। পরবর্তীতে দৈনিক প্রথম আলো ও এনটিএন বাংলায় কাজ করেছেন। বর্তমানে তিনি এনটিভির অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তাঁর পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় এনটিভিতে প্রতি শুক্রবার প্রচারিত সংস্কৃতিভিত্তিক টক শো ‘সংলাপ প্রতিদিন: আমাদের সাংস্কৃতিক সংগ্রাম’ দর্শকদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।

বিনোদন ডেস্ক