বলিউডের প্রভু দেবা, রাভিনাদের সঙ্গে ঢাকার আরিফিন শুভ

ঢাকা আর কলকাকাতার পর্দায় বছরের পর বছর নিজেকে ভেঙে গড়েছেন, চরিত্রের পর চরিত্রে খুঁজেছেন নতুন রূপ— সেই আরিফিন শুভ এবার সীমান্ত পেরিয়ে পা রাখলেন বলিউডে। এতদিন শুধু গুঞ্জন ছিল, আলোচিত ‘জুবলি’ সিরিজের সষ্ট্রা নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় কাজ করছেন শুভ, সিরিজের নাম ‘জ্যাজ সিটি’।
এবার সেই গুঞ্জন বাস্তব হয়ে উঠল। সম্প্রতি সনি লিভ তাদের সমস্ত আসন্ন সিরিজের প্রথম ঝলক দেখানোর জন্য ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা গেছে আরিফিন শুভকে বলিউডের তারকা প্রভু দেবা, রাভিনা ট্যান্ডনদের সঙ্গে।
মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই দর্শকরা দেখেছেন শুভকে সত্তরের দশকের পোশাকে, একেবারে ভিন্ন আঙ্গিকে। ধূসর স্লিম কাট স্যুটে গম্ভীর ভঙ্গি, সাদা ঝকঝকে স্যুটে নাচের তালে ঝলমলে উপস্থিতি কিংবা সাদা পাঞ্জাবির সাদামাটা সৌন্দর্য— প্রতিটি লুকে যেন ফুটে উঠেছে এক নতুন শুভ।
জ্যাজ সিটি’র কাহিনি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে। শুধু শুভ নন, এই সিরিজে আছেন টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও। শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনি মিত্র। পুরো শুটিং হয়েছে রেট্রো সেটে, যেখানে প্রতিটি দৃশ্যে যত্ন নিয়ে সাজানো হয়েছে সময়টাকে। প্রযোজনা সংস্থা জানাচ্ছে, দর্শক যেন সত্যিই ফিরে যান সেই দশকে, সেটাই ছিল তাদের মূল লক্ষ্য।
এবারই প্রথম, কোনো বলিউড সিরিজে দেখা যাবে আরিফিন শুভকে। ঢাকার দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, কবে শুভকে আন্তর্জাতিক কোনো প্রজেক্টে দেখা যাবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। মাত্র কয়েক সেকেন্ডের ঝলক প্রকাশের পরই শুভভক্তদের উচ্ছ্বাসে ভরে উঠেছে সামাজিক মাধ্যম।