মা হারালেন নির্মাতা অনিমেষ আইচ
মা হারালেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা অনিমেষ আইচ। আজ রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) বিকেলে তাঁর মা অঞ্জলি আইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে প্রয়াত অঞ্জলি আইচের মরদেহ তাঁর ধানমন্ডির বাসভবনে রাখা হয়েছে।
মায়ের মৃত্যুর খবরটি অনিমেষ আইচ নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি মর্মস্পর্শী পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। তিনি লেখেন, “আমার মা স্বর্গের পাখি হয়ে গেলেন। বিদায় মাগো।”
নির্মাতার এই শোকবার্তায় সহকর্মী ও অনুসারীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।
অঞ্জলি আইচ ছিলেন তিন সন্তানের জননী। তাঁর তিন সন্তানের মধ্যে অনিমেষ আইচ ছাড়াও অঞ্জন আইচ নাটক ও চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত এবং আরেক সন্তানের নাম অনুপ আইচ। শোকাবহ এই মুহূর্তে গোটা সাংস্কৃতিক অঙ্গন নির্মাতা অনিমেষ আইচের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বিনোদন ডেস্ক