হাসপাতালে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি অনলাইনে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিন্তার কোনো কারণ নেই — ধর্মেন্দ্র সুস্থ আছেন, কেবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র জানায়, ‘ধর্মেন্দ্র বর্তমানে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আছেন, তবে একদমই চিন্তার কিছু নেই। তিনি নিয়মিতভাবে কিছু স্বাস্থ্য পরীক্ষা করান, আর এবারও সেটাই করতে হাসপাতালে এসেছেন। কেউ তাকে দেখে খবর ছড়িয়ে ফেলায় একটু হইচই হয়েছে মাত্র।’
জানা গেছে, ৮৯ বছর বয়সে প্রতিদিন হাসপাতাল যাতায়াতের ঝামেলা এড়াতেই ধর্মেন্দ্র নিজেই কয়েক দিনের জন্য হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেন, যাতে সব পরীক্ষা একসাথে সম্পন্ন করা যায়।
পরিবারের সদস্যরা, বিশেষ করে দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, বর্তমানে নিজ নিজ চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকলেও বাবার স্বাস্থ্যের খোঁজ নিয়মিত নিচ্ছেন বলে জানা গেছে।
আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা দেবেন অভিনেতা। চলতি বছরের এপ্রিল মাসে তার ছানি অপারেশন হয়।
ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাতে। শিগগিরই তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার মুখ্য ভূমিকায় অভিনীত ‘ইক্কিস’ সিনেমায়, যার ট্রেলার ইতোমধ্যে মুক্তি পেয়েছে। শ্রীরাম রাঘবন পরিচালিত এ চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।
ষাটের দশক থেকে শুরু করে দীর্ঘ কয়েক দশক ধরে রোমান্টিক হিরো, অ্যাকশন স্টার এবং কমেডিয়ানের ভূমিকায় বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। তার অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং কালজয়ী সিনেমা হলো ‘শোলে’।
১৯৬৬ সালে ‘ফুল ও পাত্থর’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডের ‘অ্যাকশন হিরো’ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর একে একে জীবন–মৃত্যু, ইয়াদো কি বারাত, চারাস, চুপকে চুপকে, সীতা অওর গীতা, দোস্ত ও আজাদ ইত্যাদি সিনেমার মাধ্যমে বলিউডে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেন এই অভিনেতা।
ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুদর্শন এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তাকে বলিউডের ‘হি-ম্যান’ ডাকনাম দেওয়া হয়।

বিনোদন ডেস্ক