‘স্পিরিট’কে নকল করেছে ‘রাক্ষস’— কী বলছেন পরিচালক?
সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক প্রকাশের পরই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নতুন বছরের প্রথম দিনে প্রকাশিত পোস্টারে প্রভাসকে দেখা যায় লম্বা চুল ও দাড়িতে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। শার্টহীন শরীর, পিঠজুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ—সব মিলিয়ে চরিত্রটির সহিংস ও রুক্ষ রূপ স্পষ্ট। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়।
এই আলোচনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সিনেমাবিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের আসন্ন সিনেমা ‘রাক্ষস’-এর একটি স্থিরচিত্র। ছবিটি প্রথম প্রকাশ করে সিয়ামের ফ্যানক্লাব। সেখানে সিয়ামকেও দেখা যায় লম্বা এলোমেলো চুলে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। তাঁর পিঠজুড়ে রয়েছে লড়াইয়ের ক্ষতের চিহ্ন। দুই ছবির ভিজ্যুয়াল মিল দেখে অনেকেই প্রশ্ন তোলেন—‘রাক্ষস’ কি ‘স্পিরিট’-এর অনুকরণ?
এ নিয়ে ফেসবুক গ্রুপে গ্রুপে শুরু হয় বিতর্ক। একপক্ষের দাবি, ‘রাক্ষস’-এর এই লুক সরাসরি ‘স্পিরিট’-এর প্রভাসের লুকের সঙ্গে মিলে যায়। আবার অন্যপক্ষের বক্তব্য, ‘রাক্ষস’-এর দৃশ্যটি অনেক আগেই শুট করা হয়েছিল, ফলে ‘স্পিরিট’ থেকে অনুপ্রেরণা নেওয়ার প্রশ্নই আসে না।
এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন ‘রাক্ষস’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রকাশিত দৃশ্যটি ‘স্পিরিট’-এর পোস্টার আসার অনেক আগেই ধারণ করা। তাঁর ভাষায়, সমালোচনা তিনি গুরুত্বের সঙ্গেই নেন, তবে সেটার পেছনে যুক্তি থাকা জরুরি।
পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের প্রায় সব সৃষ্টিই কোনো না কোনো জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে একে অনুপ্রেরণা হিসেবে দেখা হলেও, দেশীয় কাজের বেলায় সেটাকেই অনুকরণ বলা হয়—এটাই দুঃখজনক। তাঁর দাবি, ‘স্পিরিট’ ও ‘রাক্ষস’-এর গল্প, চরিত্র বা উপস্থাপনায় কোনো মিল থাকবে না।
পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যেও নিজের অবস্থান পরিষ্কার করেন এই পরিচালক। তিনি বলেন, ‘রাক্ষস’-এর যে স্থিরচিত্র নিয়ে আলোচনা হচ্ছে, সেটার শুটিং অনেক আগেই সম্পন্ন হয়েছে। তাই ‘স্পিরিট’কে সামনে রেখে এই সিনেমা নির্মাণ করা হয়নি। তিনি জানান, ‘রাক্ষস’ একটি আলাদা গল্প, যা তিনি নিজের দৃষ্টিভঙ্গিতেই তুলে ধরছেন।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, সমালোচনার পাশাপাশি দর্শকরা সিনেমাটি মুক্তির পর সেটিকে তার নিজের জায়গা থেকে মূল্যায়ন করবেন।

বিনোদন ডেস্ক