সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় জেফার-রাফসানের বিয়ে
আলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল। যদিও প্রকাশ্যে তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন। তবে এবার সেই গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। সকালে তাঁদের গায়ে হলুদ, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।
দু‘জনের একটি ঘনিষ্ঠ সূত্র এনটিভি অনলাইনকে নিশ্চিত করে জানিয়েছে, দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে জেফার রহমানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে এক বছর ধরেই নানা গুঞ্জন চলছিল। যদিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে অনাগ্রহী থাকার কথাও বিভিন্ন সময়ে বলেছেন জেফার। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তাঁদের সম্পর্কের শুভ পরিণয় ঘটতে যাচ্ছে।
গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাঁদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাফসান–জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সে সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর বলার কিছু নেই।
প্রসঙ্গত, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তাঁর তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়ে তিনি লিখেছিলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলাদা হওয়ার পথটিই তখন দুজনের জন্য সম্মানজনক সমাধান বলে মনে হয়েছে।

বিনোদন ডেস্ক