ফারিণের প্রশ্ন: ‘জীবনেও ঢাকা আসেননি কে,আসলে আপনি কোন জেলায় বাস করেন?’
এক দশকের অভিনয় জীবনে ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটি সব মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি গান ও প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অভিনেত্রীর একটি পোস্ট ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিণ তার অনুরাগীদের কাছে তাদের জেলার নাম জানতে চেয়েছেন। তিনি লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই? আর না আসলে আপনি কোন জেলায় বাস করেন?’ অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকে মন্তব্যের ঘরে নিজেদের জেলার নাম উল্লেখ করলেও, অনেকেই এই প্রশ্নের পেছনে ভিন্ন কোনো কারণ বা নতুন কাজের ইঙ্গিত খুঁজছেন।
এদিকে ফারিণের ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক পালক। চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমাটি নিয়ে দারুণ রোমাঞ্চিত ফারিণ বর্তমানে এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এবং শিগগিরই পরবর্তী অংশের শুটিংয়ের জন্য তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।
সর্বশেষ শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় দেখা গিয়েছিল ফারিণকে। তবে শাকিব খানের সঙ্গে তার নতুন এই সিনেমা এবং হঠাৎ ফেসবুকের এই প্রশ্ন সব মিলিয়ে ফারিণ ভক্তদের জন্য বড় কোনো চমক নিয়ে আসছেন কি না, তা এখন সময়ের অপেক্ষা।

বিনোদন ডেস্ক