লস অ্যাঞ্জেলেসের পর্দায় বাংলাদেশের গল্প, স্লামড্যান্সে ‘জন্ম থেকে জ্বলছি’
বাংলাদেশি তরুণ নির্মাতা আহসাবুল ইয়ামিন রিয়াদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জন্ম থেকে জ্বলছি’ যুক্তরাষ্ট্রের স্লামড্যান্স চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো চলচ্চিত্র এই উৎসবে অংশ নিচ্ছে।
আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বসবে এই উৎসবের ৩২তম আসর। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে আলেকজান্ডার রকওয়েল পরিচালিত একটি চলচ্চিত্র, যার প্রযোজনায় যুক্ত ছিলেন কুয়েন্টিন ট্যারান্টিনো। এই উৎসবের মাধ্যমে এর আগে অনেক নির্মাতা তাঁদের প্রথম কাজ আন্তর্জাতিক দর্শকের সামনে উপস্থাপন করেছিলেন, যাঁরা পরবর্তীতে বৈশ্বিক বিনোদন অঙ্গনে পরিচিত নাম হয়ে উঠেছেন।
‘জন্ম থেকে জ্বলছি’-এর গল্পে দেখা যায়, এক তরুণ যুবক ভুলবশত একটি পোকা গিলে ফেলার পর বিশ্বাস করতে শুরু করে সেটি এখনো তার পেটের ভেতরে বেঁচে আছে। এই বিশ্বাস ধীরে ধীরে তার চিন্তা ও আচরণকে প্রভাবিত করতে থাকে। শারীরিক অস্বস্তি ও মানসিক ভয়ের সীমারেখা ঝাপসা হয়ে যায়। একমাত্র বন্ধু শাহীনকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে এক অস্বাভাবিক যাত্রায়, যেখানে চিকিৎসা, কুসংস্কার, বন্ধুত্ব ও ভয় একসঙ্গে জড়িয়ে পড়ে। দশ মিনিট দৈর্ঘ্যের এই কাজটি হরর, ফ্যান্টাসি ও ডার্ক কমেডি ঘরানার।
নির্মাতা আহসাবুল ইয়ামিন রিয়াদ বলেন, ‘জন্ম থেকে জ্বলছি একটি সহজাত অনুভূতি থেকে তৈরি। একদিন রাস্তায় মৃত মুরগির বাচ্চা দেখে প্রাথমিক ভাবনাটি আসে। বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকেই গল্পের ভিত্তি তৈরি হয়েছে। বাস্তবতার ভেতরে সামান্য অবাস্তবতার মাধ্যমে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা, সামাজিক ও রাজনৈতিক অনিশ্চয়তা এবং দৈনন্দিন জীবনের চাপ দেখানোর চেষ্টা করেছি। এখানে শরীর একটি রূপক, যেখানে সব অস্থিরতা জমা হতে থাকে।’
তিনি আরও বলেন, ‘এই কাজটি আমার আসন্ন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ভাবনার একটি সংক্ষিপ্ত অনুসন্ধান। বৃহত্তর গল্পের আবহ, টোন ও বিষয়বস্তু ছোট পরিসরে পরীক্ষা করার চেষ্টা ছিল এটি।’
এর আগে রিয়াদ ‘বিষ পিঁপড়া’ ও ‘যায় যায় দিন’সহ একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। পাশাপাশি তিনি প্রামাণ্যচিত্র, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। অভিনেতা হিসেবেও তিনি পরিচিত। শাটিকাপ ধারাবাহিকে জয়নাল চরিত্রে এবং আসন্ন চলচ্চিত্র ‘রইদ’-এ তাকে দেখা যাবে।
‘জন্ম থেকে জ্বলছি’-এ অভিনয় করেছেন সারোয়ার মিম, অং সিং থোয়াই মারমা ও মইন খান। প্রযোজক ছিলেন ইমন বিন আনোয়ার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সামিউল করিম সুপ্তক, সম্পাদনা করেছেন ইরফানুল হক, শব্দ পরিকল্পনা করেছেন রাজেশ সাহা, রঙ বিন্যাস করেছেন উম্মিদ আশরাফ এবং সংগীত করেছেন অরণ্য পুলক।

বিনোদন ডেস্ক