কীভাবে সোরিয়াসিস রোগীরা ত্বকের যত্ন নেবেন?
সোরিয়াসিস ত্বকের একটি জটিল রোগ। এ রোগে মাছের আঁশের মতো শরীর থেকে চামড়া উঠতে থাকে। শীতে এ রোগের প্রকোপ বাড়ে।
শীতে সোরিয়াসিস রোগীদের ত্বকের যত্নে করণীয় বিষয়ে কথা বলেছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি বনানী প্রেসক্রিপশন পয়েন্ট, বনানীতে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪২তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : সোরিয়াসিস রোগীরা কীভাবে ত্বকের যত্ন নেবেন?
উত্তর : শীতে আমরা উষ্ণ গরম পানি দিয়ে গোসল করব। পানি যেন খুব গরম না হয়। না হলে ত্বক আরো শুষ্ক হয়ে যাবে। খুব ক্ষারযুক্ত কোনো সাবান ব্যবহার করবেন না। গ্লিসারিন সমৃদ্ধ সাবান ব্যবহার করবেন। তবে সপ্তাহে এক থেকে দুদিনের বেশি নয়। আমরা ত্বকে মাজুনি ব্যবহার করি। এটি ব্যবহার না করাই ভালো। এতে ত্বক আরো নষ্ট হয়ে যায়। শীতে ত্বকের ওপরের লেয়ার এমনিতেই খসখসে হয়ে যায়। ঘষলে ত্বক আরো স্পর্শকাতর হয়ে যায়। গোসলের পর ময়েশ্চারাইজার দিতে হবে। বাসায় যে তেল রয়েছে, সেটি দিয়ে ময়েশ্চার করতে পারব।

ফিচার ডেস্ক