কী উপসর্গে বুঝবেন মুখগহ্বরে ক্যানসার হয়েছে
অনেকেই বিভিন্ন ধরনের ক্যানসারে ভুগে থাকেন। যেমন ব্লাড ক্যানসার, লিভার ক্যানসার, ব্রেস্ট ক্যানসার ইত্যাদি রোগে ভুগে থাকেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে মুখগহ্বরের ক্যানসার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মুখগহ্বরের ক্যানসার নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. হাসানুল হক নিপুণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, ক্যানসার হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। এর ফলে যে রোগসমূহ হয় সে রোগের সমষ্টি হচ্ছে ক্যানসার। আমাদের শরীরের যত ক্যানসার আছে, তার ৩০ থেকে ৩৫ শতাংশ ক্যানসার হয়ে থাকে আমাদের হেড-নেকের কারণে। এই ৩০ থেকে ৩৫ শতাংশের ২০ শতাংশ ক্যানসার হয় আমাদের মুখগহ্বরে। মুখগহ্বর বলতে আমরা বুঝি, আমাদের ঠোঁটের যে বর্ডার আছে তার পেছনের দিকে যদি যাই তাহলে আমাদের শক্ত তালু ও নরম তালুর মিলনস্থল, ওই পর্যন্ত এবং নিচে আমাদের যে জিভ আছে, জিভের সামনের দুই তৃতীয়াংশ জায়গাটাই আমাদের মুখগহ্বর। মুখগহ্বরের সাতটি স্থানে ক্যানসার হয়ে থাকে। এর ওপর নির্ভর করে আমাদের চিকিৎসা পদ্ধতি।
কীভাবে বুঝব মুখগহ্বরে ক্যানসারে হয়েছে? সঞ্চালকের এই প্রশ্নের জবাবে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, কারও মুখে ঘা বা ক্ষত হলো এবং সেটা দুই সপ্তাহ হয়ে গেছে চিকিৎসা করা হয়েছে। তবুও ভালো হচ্ছে না। মুখের ভেতরে নতুন কোনও দলা, অথবা কোনও গ্রোথ আমরা অনুভব করতে পারছি, আমরা মুখে বা জিভে ব্যথা অনুভব করছি, সাথে সাথে কানেও ব্যথা হচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে, অথবা কথা বলতে সমস্যা হচ্ছে। যদি কারও এই ধরনের উপসর্গ থাকে, তাহলে দেরি না করে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মুখগহ্বরের ক্যানসার কী, কেন হয় এবং এর প্রতিকার বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।