কোলন ক্যানসারের প্রাথমিক উপসর্গ কী
আমাদের দেশে কোলন ক্যানসার হওয়ার প্রবণতা বাড়ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এ বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. রকিব আহমেদ।
কোলন ক্যানসার কী
ডা. রকিব আহমেদ বলেন, কোলন ক্যানসারের বাংলা হলো মলাশয়ের ক্যানসার। আমাদের যে পরিপাকতন্ত্র আছে, এটি আমাদের মুখগহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ হচ্ছে কোলন। যদি আমি আরও সহজ করে বোঝাতে চাই, এটি একটি নাড়িভুড়ির অংশ; বা বাংলায় আমরা কোলনকে মলাশয় বলে থাকি। এটি আমাদের মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে অংশটি গিয়েছে... প্রথমে খাদ্যনালী, তারপর পাকস্থলী, তারপর স্মল ইনটেসটিন (ক্ষুদ্রান্ত্র), তারপর লার্জ ইনটেনটিন (বৃহদান্ত্র) বা বাংলায় আমরা যেটাকে মলাশয় বলে থাকি, এটি মলাশয়ের ক্যানসার।
কোলন ক্যানসারের প্রাথমিক উপসর্গ
ডা. রকিব আহমেদ বলেন, কোলন ক্যানসার প্রাথমিকভাবে ধরা পড়াটা বেশ কঠিন। আমরা জানি, আমাদের অ্যাবডোমেন বা তলপেট যেটি, সেটিকে আমরা ম্যাজিক বক্সের সঙ্গে তুলনা করতে পারি। শুরুতে কোলন ক্যানসার ধরা পড়াটা বেশ কষ্টকর, ও রকম কোনো উপসর্গ থাকে না। প্রাথমিক পর্যায়ে কোলন ক্যানসার ডায়াগনসিস করাটা বেশ কঠিনই হয়ে থাকে। আমাদের দেশে খুব স্ক্রিনিং প্রোগ্রাম চালু নেই, বিশ্বে কোলন ক্যানসারের ইনসিডেন্স অনেক হাই। বাংলাদেশে এটি অত হাই না, যদিও ইদানিং কোলন ক্যানসারের প্রবণতা বাড়ছে। স্ক্রিনিং প্রোগ্রাম, মানে কোলনোস্কপি করে বাইরের লোকজন রুটিনলি। নিয়মমাফিক ওরা একটা রুটিন স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যায়। আমরা আমাদের দেশে, কোলন ক্যানসার যেহেতু টপ-মোস্ট ক্যানসার না, এটা স্ক্রিনিং প্রোগ্রামটা অতটা জোরদার না বা অতটা সচেতন করতে পারিনি।
তিনি আরও বলেন, যে সমস্যাগুলো নিয়ে আমরা কোলন ক্যানসারকে সন্দেহ করতে পারি, তার একটি হচ্ছে স্বাভাবিক মলত্যাগের অভ্যাস পরিবর্তন হওয়া। এ ছাড়া মলাশয়ে ব্যথা হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে। কোলন ক্যানসারের কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে। রক্তশূন্যতার কারণে শ্বাসকষ্টও হতে পারে। এ জাতীয় উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তখনই আমরা কোলনোস্কপি করি। আমরা চোখে সরাসরি দেখতে পারি কোলনের কোথাও কোনো অসুবিধা আছে কি না। যদি সন্দেহজনক কিছুর অস্তিত্ব, কোনো টিউমার বা আলসারেটিভ কোনো লেশন ওখানে পাওয়া যায়, তখন ওখান থেকে আমরা একটা বায়োপসি নিয়ে ল্যাবে পরীক্ষা করিয়ে নিশ্চিত করতে পারি এটি কোলন ক্যানসার।
কোলন ক্যানসার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।