চুলে কালার বা রিবন্ডিং করার পর যত্ন
চুল পড়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খাদ্যাভ্যাস, জীবন যাপন আর বায়ুদূষণের ফলেও চুল পড়ে। চুল পড়া নিয়ে অনেকে চিন্তিত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চুলে কালার বা রিবন্ডিং করার পর যত্ন সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ল্যাব এইড হসপিটালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
চুলের ওপর অতিরিক্ত টর্চার—আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা চুলে রিবন্ডিং করছি, চুলে কালার করছি, অনেক ধরনের ট্রিটমেন্ট করছি চুল ভালো রাখার জন্য। কিন্তু প্রত্যেকটি বিষয়ের কিছু সমস্যা রয়েছে বা কিছু ডিজঅ্যাডভান্টেজ রয়েছে। এই যে কালার করা বা রিবন্ডিং চুলের কতটুকু ক্ষতি করে বা যারা করছে সে ক্ষেত্রে চুলের কী বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইসরাত জাহান বলেন, যারা কালার বা রিবন্ডিং করে, তাদের চুলের কিছু এক্সট্রা কেয়ার নিতে হয়। অনেকে কালার বাসায় করে। যারা বাসায় করে, তারা তো আর ট্রেইনড না। তারা তো আর জানে না কালারটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখা যায়, হেয়ারের যে রুট আছে রুটের মধ্যে কালারটা চলে যায়। তখন হেয়ার ফলের প্রবলেম বেশি হয়। যখন স্কাল্পের মধ্যে কালারটা লাগে, হেয়ার কালারের মধ্যে বেশ কিছু উপাদান আছে যেগুলো স্কাল্পের মধ্যে ইরিটেশন করে। যখন কালার করবে, এক্সিপেরিয়েন্সড হ্যান্ড দিয়ে কালারটা করতে হবে।
ডা. ইসরাত জাহান বলেন, রিবন্ডিংয়ের ক্ষেত্রে অনেককে দেখা যায় যে বাজার থেকে ক্রিম কিনে নিল, তারপর অ্যাপ্লাই করা শুরু করে দিল। এ ক্ষেত্রেও রিবন্ডিংয়ের ক্রিম রুটে অ্যাপ্লাই করা যায় না। রুটে অ্যাপ্লাই করলে হেয়ার ফল অনেক বেশি হয়। এরপর আসা যাক, যাঁরা রিবন্ডিং বা কালার করেন, তাঁদের এক্সট্রা কিছু কেয়ার নিতে হয়। চুল পড়া প্রিভেন্ট করার ক্ষেত্রে আপনি কোনও ভাবেই বাহ্যিক ভাবে প্রিভেন্ট করতে পারবেন না। সে ক্ষেত্রে আপনাকে লাইফস্টাইলটা মোডিফিকেশন করতে হবে। খাবারদাবার ঠিক করতে হবে।
চুলে কালার বা রিবন্ডিং করার পর যত্ন সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।