নাক দিয়ে রক্ত পড়ে কেন?
অনেকেই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. নাজমুল ইসলাম।
নাক দিয়ে রক্তক্ষরণ হয় কেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাজমুল ইসলাম বলেন, এর উত্তরটা অনেক বড়। আমরা যদি একটু ছোট করে বলি, নাকে রক্ত পড়তে শুরু করলে একটা আতঙ্ক তৈরি হয়। কাজেই নাকে রক্ত পড়াটাকে এক ধরনের জরুরি অবস্থার সাথে তুলনা করা যায়। এ জরুরি অবস্থাটা যে সমস্ত কারণগুলোর জন্য হয়, দেখা গেছে বিভিন্ন গবেষণা থেকে, শতকরা ৯০ ভাগের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাকি থাকল ১০ শতাংশ। সেই ১০ শতাংশ কারণের মধ্যে আমরা নানান রকমের বিষয় খুঁজে পাই।
ডা. নাজমুল ইসলাম বলেন, ধরেন, নাকে আঘাত লাগা। খেলার মাঠে হতে পারে, চলার পথে হতে পারে, স্কুলে হতে পারে; এমনকি বয়োবৃদ্ধ যাঁরা আছেন... নাকে নিশ্বাস হয়তো ভালোভাবে নিতে পারেন না, নাকে হাত দিয়েছেন, বারবার আঙুল দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করেছেন, তাঁদের বেলাতেও নাক দিয়ে রক্ত আসতে পারে। অন্যদিকে, কিছু কিছু টিউমার আছে, যেগুলো থেকেও নাকে রক্তক্ষরণ হতে পারে...আবার যাদের সাইনাসে… নাকের ভেতরে অন্য ক্যানসার হয়েছে, সেগুলো যখন বড় হয়ে যায়, সেখান থেকেও রক্তক্ষরণ হয়। আবার এমনও হয় যে এয়ারকন্ডিশনিংয়ের ভেতরে অনেক সময় কাজ করছে, থাকছে; তাদের বেলায় হতে পারে। হাইপারটেনশন একটি বড় কারণ। আমাদের বয়োজ্যেষ্ঠ যাঁরা আছেন, সিনিয়র সিটিজেন যাঁরা আছেন, তাঁদের বেলাতে হাইপারটেনশন অন্যতম একটি কারণ। এমনকি আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, যাঁরা নোজ পিয়ার্সিং করেন, শখ করে নাকফুল ব্যবহার করেন, এঁদের নাকফুলে যে ডাঁটিটা থাকে, এটা অনেক সময় লম্বা হয়, সেটা গিয়ে সেপটার্মের গায়ে আস্তে আস্তে জখম তৈরি করে, সেখান থেকেও কিন্তু... একেবারে সাধারণভাবে নাকে আঙুল দিলে, নাক পরিষ্কার করার চেষ্টা করলে, সেখান থেকেও রক্তক্ষরণ হতে পারে।
ডা. নাজমুল ইসলাম বলেন, অনেক উচ্চতায় চলে গেলেন, যাদের পাহাড়ে চড়ার অভ্যাস আছে… বরফের মাঝে, তাদেরও কিন্তু নাক থেকে রক্তক্ষরণ হতে পারে। কাজেই নাকে রক্তক্ষরণ হওয়ার অনেক কারণ রয়েছে।
হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন বা করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।