প্রোস্টেট গ্রন্থি বড়, ডাক্তার দেখিয়েছেন তো?
প্রোস্টেট পুরুষের প্রজননতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি ছোট গ্রন্থি, যা মূত্রথলির নিচে থাকে। এটি বীর্য তৈরি ও পরিবহণে সাহায্য করে।
অনেক পুরুষ প্রোস্টেট গ্রন্থির সমস্যায় ভুগছেন। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনাইন এনলার্জমেন্ট এবং প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বিনাইন এনলার্জমেন্ট এবং প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুদীপ দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. সুদীপ দাশগুপ্ত বলেন, যেন আমরা বড় ধরনের জটিলতায় না পড়ি, সে জন্য আমাদের অবশ্যই সাবধান হতে হবে। প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, প্রস্রাবে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমরা যে ওষুধ আপনাকে দেব, তা যদি নিয়মিত খান, তাহলে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনিও রক্ষা পাবে।
ডা. সুদীপ দাশগুপ্ত আরও বলেন, আমরা কিছু ওষুধ দিই, এ ওষুধগুলো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া থেকে কিছুটা প্রতিরোধ করে। যদি আপনি এ ধরনের ওষুধ খান, তাহলে ভবিষ্যতে আপনি সার্জারি থেকেও রক্ষা পাবেন। হুট করে প্রস্রাব আটকে যাওয়ার মতো যে বিড়ম্বনা, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য; তার পর ঘন ঘন সংক্রমণ, প্রস্রাবে রক্ত যাওয়া কিংবা মূত্রথলিতে পাথর হওয়া; এ সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা পেতে হলেও আপনাকে ওষুধ খেতে হবে। একেবারেই যদি ওষুধে কাজ না করে, তখন সার্জারি করিয়ে নিতে হবে। এ সার্জারি আমাদের দেশে হয়। তাহলে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।
বিনাইন এনলার্জমেন্ট এবং প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

ফিচার ডেস্ক