ব্লাড ক্যানসার : বাংলাদেশে সর্বাধুনিক চিকিৎসা
অনেকেই ব্লাড ক্যানসারে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব রক্তের ক্যানসার কী এবং এর উপসর্গগুলোই বা কী কী। সেই সঙ্গে জানব কাদের হয়ে থাকে আর প্রতিকারই বা কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে রক্তের ক্যানসার ও এর প্রতিকার সম্পর্কে বলেছেন পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কী ধরনের ডায়াগনসিসের মাধ্যমে নিশ্চিত করা যায় একজন ব্যক্তি ক্যানসারে আক্রান্ত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, আমাদের প্রথমেই ব্লাড টেস্ট করতে হবে। সিম্পল ব্লাড টেস্ট। যেটাকে আমরা বলি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। একটা সিবিসি যদি করা হয়, অভিজ্ঞ হেমাটোলজিস্ট যদি দেখেন, ওটা দেখে উনি বলতে পারবেন কী হয়েছে। মোটামুটি একটা আইডিয়ায় চলে যেতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা বোন-ম্যারো টেস্ট করি, আমরা জিন অ্যানালাইসিস করি, ইমিউনোসাইকোকেমিস্ট্রি করি বা অনেক টেস্ট করতে পারি।
বাংলাদেশে কি সর্বাধুনিক ক্যানসারের চিকিৎসা হচ্ছে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, এক সময় ছিল, মানুষ কোনও রোগ হলে বিদেশে চলে যেত। পাশাপাশি দেশ ভারতে চলে যেত। এখনও যায়। কিন্তু আমি মনে করি ক্যানসার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনও প্রয়োজন এখন নেই। সামান্যতম প্রয়োজন নেই। আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো অত্যন্ত উন্নত মানের বিশ্বমানের মেডিসিন তৈরি করছে। সেই মেডিসিন আমাদের দেশ থেকে বাইরেও এক্সপোর্ট হয়। মেডিসিনের কোনও স্বল্পতা আমাদের দেশে নেই এবং চিকিৎসার ব্যাপারে যদি বলি, আমাদের চিকিৎসকদের যে ইফিসিয়েন্সি, অনেক বেড়ে গেছে এখন। আগে ক্যানসার অবস্থা দেখলে আমিও ঘাবড়ে যেতাম। এখন দেখি সিম্পল থিং। আমরা যদি ঠিকমতো পেশেন্টকে চিকিৎসা করতে পারি, তাহলে পেশেন্ট কমপ্লিটলি কিউর হয়ে যাবে।
ক্যানসারে আক্রান্ত রোগীরা কত দিন বেঁচে থাকতে পারবেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, এক সময় বলা হতো ক্যানসার হলে বাঁচা সম্ভব নয়। এখন যুগ পালটে গেছে। এখন আমাদের ট্রিটমেন্ট এমন অ্যাডভান্স স্টেজে চলে এসেছে, বেশির ভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় হয়। বাংলাদেশেই সেটা হচ্ছে।
রক্তের ক্যানসার ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।