শিশুর বিকাশ কীভাবে হয়?
শিশুর বিকাশ, এ শব্দটি আমরা প্রায়ই শুনি। আসলে শিশুর বিকাশ বলতে কী বোঝায়, তা আমরা জানব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে।
এনটিভির নিয়মিত এক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ডা. নাজনীন আক্তার। শিশুর বিকাশ বলতে কী বোঝায়, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. নাজনীন আক্তার বলেন, আসলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি জানা আমাদের সবার দরকার যে একটি শিশুর বিকাশ, তাহলে বিকাশের বিপরীতে কী আছে। আমরা বৃদ্ধি-বিকাশ একসাথে বলে থাকি। আমরা বিকাশ বলতে কী বুঝি? বৃদ্ধি বলতে কী বুঝি? আর আমরা যদি আমাদের ভাষায় বলি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথ ব্যাপারটায় এটা বোঝা যাচ্ছে যে একটা বাচ্চার বৃদ্ধি মানে সে খাচ্ছেদাচ্ছে, বড় হচ্ছে, দৈহিকভাবে বড় হচ্ছে এবং এর সাথে তার ইন্টারনাল-এক্সটারনাল অরগানগুলোও বাড়ছে এবং সে বড় হচ্ছে। এটা তার সেলের বাড়ার ওপর নির্ভর করছে। তাহলে বিকাশটা কী। বিকাশ হচ্ছে একটা বাচ্চা যে ধীরে ধীরে যে স্কিলগুলো সে তৈরি করছে বা স্কিলগুলোতে যে সে পরিপক্ক হচ্ছে, স্কিলড হচ্ছে, একটা শিশু সমাজে সবার সাথে বাস করার মতো কম্পিটেবল হচ্ছে।
কী দিয়ে তাহলে? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. নাজনীন আক্তার বলেন, বিকাশের ধাপগুলো কী কী? আমরা জানি, খাওয়াদাওয়া করছে, বাচ্চা বড় হচ্ছে। এখন এ বাচ্চার বিকাশ বৃদ্ধির ব্যাপারটা কিন্তু সবাই জানে যে কোন বাচ্চা কোন বয়সে কত কেজি ওজন হবে, তার হাইট হচ্ছে কি না এবং বাবা-মায়েদের বেশির ভাগই যখন আমাদের কাছে আসে, এই ব্যাপারে বেশি গুরুত্ব দিয়ে থাকে যে, দেখেন তো আমার বাচ্চাটার ওয়েট ঠিক আছে কি না, আমার বাচ্চাটার হাইট ঠিক আছে কি না। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, বাচ্চাটার এ বয়সের সাথে সাথে তার যে কাজগুলো করার দক্ষতা অর্জন করার কথা, সেই দক্ষতা সে অর্জন করছে কি না। এটাই হচ্ছে আমাদের শিশুদের বিকাশ।
ডা. নাজনীন আক্তার বলেন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একটা মানুষের বৃদ্ধি তো সারা জীবনই হতে থাকে। তার আলটিমেট হাইটে যখন পৌঁছায়, দেখা যায় যে বয়স আঠারোর বেশি হয়, তখন সে তার আলটিমেট হাইটে পৌঁছায়। তারপর তার ওজন বাড়াকমা চলছে। কিন্তু শিশুদের বিকাশের একটি নির্দিষ্ট সময় আছে। আমরা যদি বলি, এ বিকাশটা নির্ভর করে একটা শিশুর ব্রেইনের ম্যাচুরেশন এবং মাইলেমেশনের ওপরে। এ সময়টা খুবই জটিল নির্দিষ্ট সময়। সেটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর। একটা শিশু যেদিন মায়ের পেটে তার কনসিভশনটা হয়, মানে মা যেদিন কনসিভ করে, সেদিন থেকে প্রথম পাঁচ বছর একটা শিশু তার প্রারম্ভিক যে বিকাশটা, সেটা ঘটে। তার পরেও কিছু কিছু ডেভেলপমেন্ট চলতেই থাকে। এই প্রক্রিয়াটা চলমান। কিন্তু মেজরিটি ডেভেলপমেন্ট একটা শিশু যা কিছু শেখে যে তার হাঁটাচলা, কথাবার্তা, তার সবকিছুই কিন্তু এ পাঁচ বছরের মধ্যে হয়ে যায়। বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।