শীতে ত্বকের যেসব সমস্যা বাড়ে
শীত মানেই রুক্ষ, শুষ্ক আবহাওয়া। শীতের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে ত্বকে।
শীতে ত্বকের বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি বনানী প্রেসক্রিপশন পয়েন্ট, বনানীতে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪২তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : শীতে সাধারণত ত্বকের কী কী সমস্যা হয়?
উত্তর : শীতে এলে আর্দ্রতা কমে যায়। আমাদের ত্বকে তো কিছু লেয়ার থাকে, সবচেয়ে ওপরের যে লেয়ার একে আমরা ডেড সেল লেয়ার বলি। ডেড সেল লেয়ার নাম হলেও এর মধ্যে ময়েশ্চারাইজিং ফ্যাক্টর থাকে। হাইলোরনিক এসিড থাকে, ল্যাকটিক এসিড থাকে। এ ধরনের ময়েশ্চারাইজিং বিষয় থাকে। তেল থাকে বিভিন্ন। আর্দ্রতা কমে গেলে এই ময়েশ্চারাইজিং বিষয়গুলো কমে যায়। এতে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। শুষ্কতার সমস্যা হয়। ঠোঁট ফাটা, পা ফাটা, চুল শুষ্ক হয়ে যাচ্ছে।
প্রশ্ন : শুষ্কতা থেকে কী কী সমস্যা হয়?
উত্তর : সোরিয়াসিস হয়। সোরিয়াসিস তো সব সময়ের রোগ। তবে শীতে এটি বেড়ে যায়। এ ছাড়া এক্সিমা ধরনের রোগ এ সময় বেড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে এটোপিক ডার্মাটাইটিস নামে ত্বকে একটি রোগ রয়েছে। এ ধরনের সমস্যায় শিশুরা শীতে খুব বেশি ভোগে। এ ছাড়া কিছু প্রচলিত রোগ রয়েছে—ইকথায়াসিস। এ রোগে মানুষ খুব বেশি ভোগে। শীতে এটি ওদের প্রবল আকারে বেড়ে যায়।

ফিচার ডেস্ক