হাঁটুব্যথা কেন হয়?
আমাদের দেশের অনেক মানুষই হাঁটুর ব্যথায় ভুগছেন, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা। বয়সিদের মধ্যে এ সমস্যাটি খুব বেশি দেখা যায়। কিন্তু কেন হয় হাঁটুর ব্যথা?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘ডাক্তার আছেন আপনার পাশে’-এর একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. পারভেজ আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
হাঁটুব্যথার কারণগুলো কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. পারভেজ আহসান বলেন, বয়স্কদের কথা যখন বলছেন, তখন সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটি বেসিক সমস্যা, অপরটি অ্যাডভান্স সমস্যা। বেসিক সমস্যা বলতে যদি দেখা যায় যে সামান্য কাজকর্মে সমস্যা দেখা দেয়, তাহলে এক ধরনের। আর যাদের অ্যাডভান্স, সে কোনো কাজই করতে পারছে না। একটু যদি নড়াচড়া করে, তাহলে ব্যথার উদ্রেক হয়। এ ধরনের কেসকে আমরা আলাদা করব। বেসিক সমস্যাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। অ্যাডভান্স সমস্যাকে আমরা অবশ্যই সার্জিক্যাল চিন্তা করব। হাঁটুর সমস্যা নিয়ে যদি কেউ আসে, তাহলে আমরা তাকে অবশ্যই বেসিক দিয়ে ট্রাই করব, ফেইল করলে সার্জিক্যাল। এভাবে আমরা চিকিৎসা করব।
হাঁটুর ব্যথায় বয়স একটি অন্যতম কারণ। যাদের বয়স হয়েছে, তাদের ডিজেনেটিভ চেঞ্জ হয়, ভেতরে কিছু পরিবর্তন হয়, ক্ষয় হয়। এটা একটা অন্যতম কারণ। তারপর নারীদের বেশি হয়, বিশেষ করে নারীদের পোস্ট-মেনোপজের সময় হাড় নরম হয় এবং তাদের হাঁটুব্যথা করে। যাদের স্থূলতা, যাদের ওজন বেশি, তাদেরও হাঁটুব্যথা আগে দেখা দেয়। এখন যেটা দেখা যায়, হাঁটুব্যথায় জেনেটিক কজ আছে, বংশপরম্পরায় যাদের হয়। সবকিছু মিলিয়ে, যেহেতু এখনকার যে সোসাইটিটা, লোকজনের বয়স অনেক বেড়ে যাচ্ছে এবং তাদের কাজকর্ম বেড়ে যাচ্ছে, এটাও হাঁটুব্যথার অন্যতম ইস্যু।
হাঁটুব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।