বায়ুদূষণে ক্ষতি হয় মস্তিষ্কে
দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের মধ্যে বসবাস করলে মস্তিষ্কের ক্ষতি হয়। বায়ুদূষণ মস্তিষ্কের বিশেষ কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করে। সাদা রঙের এই অংশটিই মস্তিষ্কে এক্সন কোষ তৈরি করে; যা মস্তিষ্কের যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে সাম্প্রতিক এই গবেষণার কথা।
গবেষণার ফলাফলে দেখা গেছে, বয়স্ক নারীরা যদি বায়ুদূষণের মধ্যে থাকেন তবে মস্তিষ্কের ওই সাদা জিনিস হ্রাস পায়।
গবেষণাটি করা হয়, ছয় থেকে সাত বছর ধরে বায়ুদূষণের মধ্যে থাকা ৭১ থেকে ৮৯ বছর বয়সী ১৪০৩ জন নারীর ওপর। তাদের মস্তিষ্কের এমআরআই করেই এই ফল পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের ইউভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে আসা গবেষণাটির প্রধান লেখক ডক্টর লি চিয়ুয়ান চেন বলেন, গবেষণাটি পরিবেশদূষণের কারণে মানুষের মস্তিষ্কের ক্ষতির একটি বড় ধরনের প্রভাব আবিষ্কার করল।
ডক্টর লি চিয়ুয়ান চেন আরো বলেন, আমরা প্রমাণ পেয়েছি মস্তিষ্কের কয়েকটি ভাগে, বিশেষত যেখানে সাদা জিনিস আছে সেখানে দীর্ঘমেয়াদি বায়ুদূষণের ফলে নিউরোটক্সিকের প্রভাব পড়ে, যা মস্তিষ্কের বড় ধরনের ক্ষতি করে।
গবেষণাটি প্রকাশিত হয় এনালস অব নিউরোলোজি জার্নালে।