ব্লাড প্রেশারের সঙ্গে চোখের প্রেশারের সম্পর্ক আছে?
গ্লুকোমা রোগে চোখে প্রেশার (চাপ) হয়। তবে অনেকেই ভাবেন, চোখের প্রেশারের সঙ্গে হয়তো ব্লাড প্রেশারের বা রক্তচাপের সম্পর্ক আছে। বিষয়টি কি ঠিক? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭১৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সিদ্দিকুর রহমান। বর্তমানে তিনি ভিশন আই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও গ্লুকোমা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকেই তো বলে ব্লাড প্রেশারের কথা শুনেছিলাম। চোখের প্রেশার আবার কী?
উত্তর : চোখের প্রেশারের কথা আগে তেমন শোনা যেত না। আসলে সব সময়ই তো রোগ ছিল। আগে হয়তো আবিষ্কার হতো না বা চর্চা হতো না। তবে ব্লাড প্রেশার যাদের থাকে, তাদের চোখের প্রেশার হতে পারে কি না বা ব্লাড প্রেশারের সঙ্গে চোখের প্রেশারের কোনো সম্পর্ক আছে কি না, এটি একটি বড় প্রশ্ন। কিছু গবেষণাও চলছে এ বিষয়টি নিয়ে। তবে এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ আমরা পাইনি। এখন পর্যন্ত ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটি পাওয়া যায়নি। এরপরও যাদের রক্তের চাপ আছে, তাদের এটি বিভিন্ন কারণে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা আমরা পরামর্শ দিই।