চুল পড়া, কখন সমস্যা?
চুল পড়া নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তবে চুল পড়লেই কি এটি সমস্যার? কখন চুল পড়াকে সমস্যা হিসেবে ধরা হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭২২তম পর্বে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক মো. আবদুল ওয়াহাব।
প্রশ্ন : চুল পড়াকে কখন সমস্যা হিসেবে দেখি?
উত্তর : আমাদের প্রথমে জানতে হবে, সাধারণত মানুষের মাথায় চুল কয়টি থাকে। আমরা মনে করি, আনুমানিক একজন মানুষের মাথায় এক লাখ চুল থাকে। চুলের একটি চক্র আছে। নিয়মিত পড়ছে, গজাচ্ছে। এই চক্রকে আমরা কয়েক ভাগে ভাগ করি। ত্বক যেমন নিয়মিত খোলস বদলাচ্ছে, তেমনি চুলও পড়ছে, গজাচ্ছে। প্রতিদিন এই এক লাখ চুল থেকে ১০০-১৫০ চুল পড়া স্বাভাবিক। অনেক সময় আমাদের কাছে রোগী এসে বলে, স্যার, সব চুল পড়ে যায়। আমরা বলি, আপনার কয়টা চুল পড়ে? উত্তরে বলে, ৫০/৬০টা। অনেক চুল পড়ে। তাই আমাদের জানতে হবে, চুল কয়টি থাকে আনুপাতিক হারে, আর চুল কয়টি পড়ে। আর সেগুলো কীভাবে গজায়।
প্রশ্ন : কী ধরনের সমস্যা দেখলে সে ধারণা করবে, আমার চুল বেশি পড়ছে?
উত্তর : চুল আসলে গোনা সম্ভব। এ ছাড়া কিছু পদ্ধতি আছে, সেগুলো হলেও কিন্তু রোগ নির্ণয় করা যায়। আপনি যদি আপনার মাথায় ৪০ থেকে ৫০টি চুল ধরে টান দেন, সেখান যদি পাঁচটি থেকে ছয়টি চুল উঠে যায়, তখন কিন্তু অস্বাভাবিক বলা হয়। তখন চিকিৎসা করা দরকার।