চুল পড়ার চিকিৎসায় পিআরপি
চুল পড়ার চিকিৎসায় নতুন পদ্ধতি পিআরপি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭২২তম পর্বে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক মো. আবদুল ওয়াহাব।
প্রশ্ন : অনেক ধরনের বিজ্ঞাপন আমরা দেখতে পাই, টাক মাথা ঢেকে দেয়, কালো চুল গজায়। এর মেডিকেল চিকিৎসাটা এখন কোন পর্যায়ে আছে? আপনারা কী করে থাকেন?
উত্তর : এর প্রধান সমস্যা হলো মেল প্যাটার্ন অ্যালোপেসিয়া। এই সমস্যায় শুরুতে যদি কেউ আসে, সেখানে আমরা টপিক্যাল অ্যাপ্লিকেশন মিনোক্সিডিন দিয়ে থাকি। এটি দীর্ঘদিনের। ট্যাবলেটও পাওয়া যায়, অ্যান্টিঅ্যান্ডোজন হিসেবে পাওয়া যায়। এটিও আমরা অনেক দীর্ঘ সময় দিয়ে থাকি।
সম্প্রতি যেটি করা হয় সারা বিশ্বে, সেটি হলো পিআরপি। বাংলাদেশেও এর কয়েকটি সেন্টার খুলেছে। এটা প্লাটিলেট রিচ প্লাজমা। যে রোগী, তার শরীর থেকেই আমরা রক্ত বের করে নিয়ে প্লাটিলেট রিচ প্লাজমা আলাদা করি। টাক মাথায় সেটা পুশ করি। ৬ থেকে ১০টি সেশন দিলে মোটামুটি তার চুল গজানো সম্ভব। যদি হেয়ার ফলিকল ঠিক থাকে, সে ক্ষেত্রে। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
প্রশ্ন : এর খরচ কেমন?
উত্তর : তবে বয়স কিন্তু কম থাকতে হবে। বয়স বেশি হলে লাভ নেই। ত্রিশের নিচে হলে ভালো হয়। চল্লিশের নিচেও কিছু কাজ হচ্ছে। তবে চল্লিশের ওপরে তেমন কাজ হয় না। চুল পড়া শুরু হয় সাধারণত ২০ বছর বয়স থেকে। ৬০ বছরের পর কোনো কাজই হয় না।
একেকটি সেশনে তারা পাঁচ থেকে ছয় হাজার টাকা নেয়। ৬ থেকে ১০টি সেশন নিতে হয়। এখানে অনেকগুলো সেন্টার এর জন্য কাজ করছে। সবাই ভালো ফল পাচ্ছে।
প্রশ্ন : একটা সময় হেয়ার গ্রাফটিং বেশ আলোচনায় ছিল। হেয়ার গ্রাফটিং থেকে কি পিআরপিকে ভালো মনে করছেন? নাকি হেয়ার গ্রাফটিং দরকার।
উত্তর : হেয়ার গ্রাফটিং হলো শেষ চিকিৎসা। এই চিকিৎসা আমরা সর্বশেষ করি। এটি স্থায়ী পদ্ধতি, খুব ভালো পদ্ধতি। তবে নিজের ডোনার থাকতে হবে। আমরা চুল নিই কিন্তু পেছন থেকে। সেই ডোনার এলাকা যদি ভালো থাকে, তাহলে চুল গ্রাফটিং করে দিতে পারে। চুল কিন্তু মোটামুটি আজীবন থেকে যায়। বাংলাদেশে এটি হচ্ছে।
আগে কিছু জটিলতার মুখোমুখি আমরা হয়েছিলাম। সেটি ছিল ফ্লাপ মেথড। তবে এখন ফলিকুলার মেথডে করা হয়। প্রতিটা চুল তুলে তুলে লাগানো হয়। এখানে জটিলতা নেই বললেই চলে। তবে এর খরচ খুব বেশি। এটি প্রতি চুলে ১৫০ থেকে ২০০ টাকা নেওয়া হয়।
প্রশ্ন : পেছন থেকে হেয়ার ফলিকল এনে যে সামনে চুল গজানোর কাজ করা হচ্ছে, তাহলে সেই হেয়ার ফলিকল নষ্ট হয়ে গেলে কি চুল পড়তে পারে?
উত্তর : এটি খুব কম। টাক মাথা যাদের, দেখবেন সামনের চুল পড়ে। তবে পেছনের চুল পড়ে না। এ জন্য প্রধান ডোনার এলাকা হলো পেছনে। এখন কোনো কোনো জায়গায়, মুখ থেকে, বগল থেকে নেওয়া হচ্ছে। এগুলো হলো স্থায়ী চুল। তাই সমস্যা হয় না।