তৈলাক্ত ত্বকে অল্প ক্ষারযুক্ত সাবান ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকে ময়লা জমে ব্রণ হওয়ার প্রবণতা বেশি হয়। এই ত্বকের ক্ষেত্রে একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সাবান ব্যবহারের ক্ষেত্রে অল্প ক্ষারযুক্ত সাবানের ব্যবহার ভালো।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. আবদুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যাদের তৈলাক্ত ত্বক, ব্রণ হওয়ার আশঙ্কা বেশি, তাদের জন্য কী ধরনের সাবান আপনারা ব্যবহার করেন? তাদের কি চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়া উচিত?
উত্তর : অবশ্যই নেওয়া উচিত। সাবানের মধ্যে যেগুলো অল্প ক্ষারযুক্ত সাবান, সেগুলো ব্যবহার করা উচিত। বাজারে খুব সস্তা সাবান পাওয়া যায়, যেমন : কসকো। তা ছাড়া কিছু মেডিকেডেট সাবান পাওয়া যায়, কিছু ফেসওয়াশ পাওয়া যায়, এগুলো অল্প ক্ষারযুক্ত। এগুলো তারা ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে ব্রণ হওয়ার আশঙ্কা কমে যাবে।
প্রশ্ন : ব্রণ যদি হয়ে যায়, তাহলে ফেসওয়াশ বা প্রসাধনীর ক্ষেত্রে কি কোনো সতর্কতা অবলম্বন করা দরকার?
উত্তর : অবশ্যই আমরা যেকোনো প্রসাধনী বন্ধ করে দিই। এক ধরনের ব্রণ আছে, কসমেটিক একনে। কসমেটিক ব্যবহারের পর ব্রণ হচ্ছে বা ব্রণগুলো বেড়ে যাচ্ছে। সে ক্ষেত্রে কসমেটিক ব্যবহার করতে নিষেধ করছি। যদি তার মুখ তৈলাক্ত থাকে, তখন অল্প ক্ষারযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে বলি। তাকে দ্রুত কোনো চিকিৎসকের পরামর্শ নিতে বলি।