ব্রণের দাগ দূরে লেজারের ভূমিকা আছে কি?
সাধারণত ব্রণের চিকিৎসায় লেজারের তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও ব্রণের দাগ দূর করার ক্ষেত্রে এর একটি ভূমিকা রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. আবদুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে দুশ্চিন্তায় ভোগেন এই ভেবে যে একটি বয়সে এই ব্রণ ভালোও হয়ে যাবে। তবে দাগটা দীর্ঘস্থায়ী হবে কি না?
উত্তর : ব্রণের জন্য যে দাগ হয় সাধারণত এটি থেকে যায় না। সেটা চলে যায়। যদি থাকে সে ক্ষেত্রে আমরা চিকিৎসা দিই। এই দাগ স্থায়ী কিছু নয়। মেছতার মতো দাগ নয় কিন্তু এটি। এই দাগ সাধারণত চলে যায়।
প্রশ্ন : একনে বা ব্রণের যে দাগ হয়, এর চিকিৎসায় কি লেজারের ভূমিকা আছে?
উত্তর : ব্রণে কিন্তু লেজারের খুব একটি ভূমিকা নেই। বিশ্বব্যাপী যে লাইটথেরাপি দেওয়া হয়, একে কেউ কেউ লেজার মনে করে। এখানে কিছু কাজ হয়। অত ভালো কাজ হয় না। এটি একনের ক্ষেত্রে।
তবে একনে পরবর্তী সময়ে যে লেজার আছে, পিগমেন্টার লেজার বলে। এতে ভালো কাজ হয়।