প্রস্রাবে তীব্র গন্ধ?
প্রস্রাবে কি তীব্র শ্বাসরোধী গন্ধ হচ্ছে? গন্ধটি কি অনেকটা অ্যামোনিয়ার মতো? সাধারণত অ্যামোনিয়ায় এক ধরনের তীব্র শ্বাসরোধী গন্ধ হয়। অনেক বেশি বর্জ্য ও বিষাক্ত পদার্থ প্রস্রাবের মধ্যে থাকলে এ ধরনের গন্ধ হয়। এক থেকে দুদিন এমন গন্ধ হলে চিন্তার কারণ নেই। তবে এ ধরনের গন্ধ অনেক দিন ধরে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কিছু কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কারণে প্রস্রাবে তীব্র গন্ধ হতে পারে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
পানিশূন্যতা
কখনো কখনো পানিশূন্যতার কারণে প্রস্রাবে অ্যামোনিয়ার মতো গন্ধ হয়। এমন হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান গন্ধ দূর করতে সাহায্য করবে।
ডায়াবেটিস
ডায়াবেটিস হলে অনেক সময় এ ধরনের গন্ধ হয়। ডায়াবেটিসের কারণে লিভারের কেটোন জমা হতে পারে। এর কারণে প্রস্রাবে তীব্র গন্ধ হয়।
কিডনিতে পাথর
কিডনির পাথরের কারণে অনেক সময় প্রস্রাবে এ ধরনের গন্ধ হয়। কিডনি দুর্বল হয়ে পড়লেও প্রস্রাবের গন্ধ খুব তীব্র হয়ে ওঠে। এ ছাড়া ব্লাডারের পাথরের সমস্যার ক্ষেত্রেও এই গন্ধ হতে পারে।
লিভারের রোগ
লিভারের সংক্রমণের কারণে কখনো কখনো এমন সমস্যা হতে পারে। লিভার শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে ব্যর্থ হলে প্রস্রাবে এ ধরনের গন্ধ হয়।
খাদ্যাভ্যাস
কিছু কিছু খাবার এবং ওষুধ এ ধরনের গন্ধের জন্য দায়ী। কিছুদিন টানা শতমূলী খেতে থাকলে এ ধরনের গন্ধ হতে পারে। এ ছাড়া খাদ্যতালিকায় ভিটামিন বি৬-এর পরিমাণ বেশি থাকলে, প্রোটিন বেশি থাকলে এমন সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির প্রদাহ
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির প্রদাহের কারণে এই ধরনের বাজে গন্ধ হতে পারে। এ ছাড়া সন্তানসম্ভবা নারীর ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয়। কারণ, এ সময় মূত্রনালির প্রদাহের সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায়।