কিডনির পাথর একবার হলে কি আবার হয়?
কিডনির পাথর একবার হলে আবার হওয়ার আশঙ্কা থাকে- এ রকম একটি মতভেদ প্রচলিত আছে। আসলে বিষয়টি কী?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৫১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মোহাম্মদ ফারুক হোসেন শেখ। বর্তমানে তিনি বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
প্রশ্ন : কিডনির পাথর একবার হলে বারবার হয় বা একবার ক্রাশ করেছে, তবে আবার হচ্ছে বা ক্রাশ করলেও হবে- এই ধরনের একটি মতভেদ আছে। এই বিষয়ে আপনার মতামত কী?
উত্তর : আপনি যেটি বলেছেন ঠিকই বলেছেন। কেননা কিডনির পাথর একবার হলে বারবার হওয়ার আশঙ্কা থাকে। কারো যদি এক কিডনিতে পাথর হয়, পরবর্তী পাঁচ বছরে তার কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা পাঁচ ভাগ। বই-পুস্তকের মধ্যে এভাবেই বিষয়টি এসেছে। কারো যদি দুই কিডনিতে পাথর হয় এর আবার হওয়ার হার আরো বেশি। সেই ক্ষেত্রে কী জন্য পাথর হচ্ছে সেটি বের করতে হবে। আমাদের পাথরের চিকিৎসার পাশাপাশি চিন্তা করতে হবে পাথর হওয়ার কারণ কী? রক্তের মধ্যে কোনো উপাদান বেড়ে গেছে তার জন্য কি এটি হচ্ছে? নাকি তার বারবার হওয়ার পেছনে কোনো সংক্রমণ দায়ী। তখন চিকিৎসার পাশাপাশি সেই কারণগুলোকেও চিকিৎসা করতে হবে। তাহলে পরে আবার হওয়ার যে প্রবণতা সেটি কমে যাবে।
প্রশ্ন : শিশুদের ক্ষেত্রেও কী এই ধরনের সমস্যা হতে পারে?
উত্তর : শিশুদের ক্ষেত্রে পাথর হওয়ার প্রবণতা বড়দের মতো নয়। অনেকটা কম। তবে তারপরও শিশুদের হচ্ছে। শিশুদের হলে সাধারণত আমরা ধরে নেই তার মেটাবলিক কোনো অস্বাভাবিকতা আছে। তখন তাকে মেটাবলিক অনুসন্ধান করতে হয়। সেই অনুযায়ী কারণ বের করতে হবে।