তামাক থেকে যেসব ক্ষতি হয়
তামাক গ্রহণে মুখের ঘা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্যানসার হতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৫৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা ও অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন।
অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের প্রধান হিসেবে কর্মরত এবং অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন বর্তমানে স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
এনটিভি : তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে একটু বলুন…
অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা : মুখের বিষয়ে বলব। আমাদের কাছে প্রায় প্রতিদিনই রোগী আসে সাদা ঘা নিয়ে; লিউপ্লেকিয়া, সাবমিউকোসফাইব্রোসিস- এ ধরনের সমস্যা নিয়ে। একে অন্য ভাষায় প্রি ক্যানসারাস অবস্থা বলা যায়। পানের মধ্যে যে জর্দা থাকে, সাদা পাতা থাকে এগুলো থেকে শুরু হয়। ক্রমন্বয়ে এই ঘা আস্তে আস্তে ক্যানসারের দিকে যায়। এই ঘা যদি চিকিৎসা করা না হয় তখন বিভিন্ন গ্রন্থিতে ছড়িয়ে পড়ে।
আর ধূমপানের কারণে সরাসরি গলায় ক্যানসার, ফুসফুসের ক্যানসার, অন্যান্য ক্যানসার হয়।
অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন : ৩০ ভাগ ক্যানসারের কারণ তামাক। এর মধ্যে স্বরতন্ত্রের ক্যানসার হচ্ছে, গলার মধ্যে ফ্যরিংসে ক্যানসার হচ্ছে, খাদ্যনালির ক্যানসার হচ্ছে, মূত্রথলির ক্যানসার হচ্ছে, কিডনির ক্যানসার হচ্ছে, পাকস্থলি, বৃহদন্ত, অগ্নাশয়, এমনকি মেয়েদের জরায়ুর ক্যানসারও হচ্ছে।