বিশ্ব রক্তদাতা দিবস
দুর্ঘটনার জন্য অপেক্ষা না করে স্বেচ্ছায় রক্ত দিন
আজ বিশ্ব রক্তদাতা দিবস। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্ত পরিসঞ্চালন বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই দিনটির আসলে ভূমিকা কী?
উত্তর : ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদান দিবস নয়, রক্তদাতা দিবস। এই দিনটির উদ্দেশ্য যাঁরা রক্ত দান করেছেন, তাঁদের সম্মান করা, উদ্বুদ্ধ করা। আমরা জানি, এবি ব্লাড গ্রুপ আমাদের জন্য খুব প্রয়োজনীয়। এই গ্রুপটি যে আবিষ্কার করেছিল, কার্ল ল্যান্ডস্টিনার, তাঁর জন্মদিন ১৪ জুন। তিনি ১৮৮৮ সালের এই দিনে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে স্মরণ করার জন্য আমরা ২০০৪ সাল থেকে এই দিবস পালন করে আসছি। প্রতিবছরই একটি থিম থাকে। এবারের থিম হলো কোনো দুর্ঘটনার জন্য অপেক্ষা না করে আপনি স্বেচ্ছায় রক্ত দিন। এখনই দিন, সব সময় দিন। এখন আমি বলব, থিমটি কীভাবে এলো।
১৭ মে বিশ্বে একটি কনফারেন্স করা হয়েছে। সেখানে চিন্তা করা হয়েছে যে আমি কী করব, আমি কীভাবে সাহায্য করতে পারি। এ ক্ষেত্রে বলা হয়, এখনই রক্ত দিন, স্বেচ্ছায় রক্ত দিন, সব সময় রক্ত দিন। রক্ত দিয়ে কাউকে সাহায্য করার ইচ্ছাটা যেন সব সময় থাকে। রক্ত দিলে ভয় ভেঙে যাবে।
প্রশ্ন : রক্তদানের প্রতি ভীতি কেন থাকে?
উত্তর : রক্ত দিলে দুর্বল হয়ে যাব, কাজ করতে পারব না, পরে অসুস্থ হয়ে যাব কি না। এ ধরনের ভয় আর কী।
এটি আসলে কিছুই না। ভয় পাওয়ার আসলে কিছু নেই। আর যে রক্ত নিচ্ছে, সে একটু আলাপ করতে করতে রক্ত নিলে ভয়টা অনেক কেটে যাবে।