বর্ষাকালে চোখের সংক্রমণ রোধে যা করবেন
বর্ষাকালে জীবাণুর কারণে চোখে বেশি সংক্রমণ হতে দেখা যায়। কিছু বিষয় মেনে চললে এই সময়টায় সংক্রমণ প্রতিরোধ করা সহজ হয়।
এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
- তোয়ালে ও অন্যান্য ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র কারো সঙ্গে ভাগ করবেন না। কারণ, সংক্রমণ হাত, পোশাক ও প্রচলিত ব্যবহার্য জিনিসপত্রের মাধ্যমে ছড়ায়।
- হাতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। তাই ময়লা হাত দিয়ে চোখ ধরা থেকে বিরত থাকুন। না হলে চোখে সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে।
- এ সময় যখন-তখন বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভেজার পর পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া খুব জরুরি। এ অভ্যাস পালনে ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য হয়। এতে পরবর্তী সময়ে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে।
- চোখ চুলকালে ঘষবেন না। এ সময় সামান্য পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। কেবল বর্ষার সময় নয়, সব সময় এটি মেনে চলুন। চুলকানি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।
- এই সময়টায় কনট্যাক্ট লেন্স ব্যবহার করা থেকে বিরত থাকলে ভালো হয়। আর যদি পরতেই হয়, তাহলে ল্যান্সটি পরিষ্কার আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হোন।
- কনট্যাক্ট ল্যান্স ব্যবহার করলে বৃষ্টির পানিতে যেন চোখ না ভিজে যায়, সে বিষয়ে সতর্ক থাকুন।
- চোখের কোনো সমস্যা হলে ফার্মেসি থেকে যেকোনো ওষুধ না কিনে চিকিৎসকের পরামর্শ নিন।