পায়ে দুর্গন্ধ?
অনেকেরই পায়ে বাজে গন্ধ হয়। যেকোনো দুর্গন্ধই বেশ অস্বস্তিকর। ময়লা, দূষণ, জুতা-মোজা পরিষ্কার না করে পরা, অতিরিক্ত ঘাম ইত্যাদি পায়ে দুর্গন্ধ হওয়ার অন্যতম কিছু কারণ। পায়ে দুর্গন্ধ কমানোর দুই উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
অ্যাপেল সিডার ভিনেগার ও মধু
অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করে; ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে এবং ব্যাকটেরিয়ার বিস্তার কমায়। আর মধুর মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এটি ত্বক মসৃণ করতে সাহায্য করে।
এক বোল পানির মধ্যে এক কাপ অ্যাপেল সিডার ভিনেগার ও দুই চা চামচ মধু মেশান। এর মধ্যে ৪৫ মিনিট পা ডুবিয়ে রাখুন। নিয়মিত এই পদ্ধতি পালনে পায়ের দুর্গন্ধ কমবে।
অ্যান্টাসিড ট্যাবলেট
এক বোল পানির মধ্যে দুটি অ্যান্টাসিড ট্যাবলেট মেশিয়ে নিন। অ্যান্টাসিডের মধ্যে রয়েছে সাইট্রিক এসিড, বেকিং সোডা এবং অন্যান্য লবণ। পায়ের দুর্গন্ধ কমাতে নিয়মিত এটি ব্যবহার করতে পারেন।