প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার চিকিৎসা না হলে জটিলতা কী?
প্রোস্টেট গ্রন্থি বড় হলে অনেক ধরনের জটিলতা হয়। এর চিকিৎসা জরুরি। চিকিৎসা সঠিক সময়ে না হলে রোগ জটিল আকার ধারণ করতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৭৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ আউয়াল। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইউরোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসা করা না হলে কী জটিলতা হতে পারে?
উত্তর : প্রোস্টেটের জটিলতা অনেক। যেমন : দীর্ঘদিন প্রস্রাবের থলিতে প্রস্রাব জমা থাকার কারণে, প্রস্রাব করার পরও আড়াইশ এমএলের বেশি প্রস্রাব জমা থাকে। ফোঁটা ফোঁটা প্রস্রাব সব সময় ঝরতে থাকে। এই জমা থাকার কারণে আবার অনেক জটিলতা হয়। ইনফেকশন হয়, ইনফেকশন হলে পাথর হতে পারে। পাথরের থেকে জটিলতা হয়ে ক্যানসার হতে পারে। এ ছাড়া বারবার সংক্রমণ হতে পারে। হেমাচুরিয়াও হতে পারে। হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে।