হার্টের ভালভ কী?
ভালভ হার্টের খুব গুরুত্বপূর্ণ অংশ। এর কাজ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৮৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. শফিকুর রহমান পাটওয়ারী। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি চাকরিতে কর্মরত ।
প্রশ্ন : হার্টের ভালভ কী? এর গুরুত্ব, কাজ কী?
উত্তর : আসলে হার্ট একটি পাম্প মেশিনের মতো কাজ করে। পাম্প করার জন্য কিছু মাংসপিণ্ড থাকে। এখন হার্টের মাংস যেমন থাকে, যেগুলোকে মায়োকার্ডিয়াম বলি আমরা, তেমনি একদিকে রক্ত চলার জন্য কিছু ভালভ লাগে। এ জন্য ভেতরে চারটি প্রকোষ্ঠ রয়েছে। আর দুটো বড় বড় রক্তনালি রয়েছে। একদিকে চলার জন্য এখানে চারটি ভালভ কাজ করছে। এর মধ্যে একটিকে বলি, মাইট্রাল ভালভ, আরেকটিকে বলি এওটিক ভালভ। এ ছাড়া রয়েছে পালমোনারি ভালভ, ট্রাইকসপিড ভালভ। এ চারটি ভালভ রয়েছে হার্টের ভেতর। এই ভালভগুলোতে কখনো কখনো আবার রোগও হয়। এই রোগের জন্য আমাদের দেশে খুব প্রচলিত হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিস। রিউমেটিক ফিভারের পরে হার্টের ভালভের সমস্যায় অনেকে আক্রান্ত হয়। এ ধরনের রোগী অনেক পাই।