সারাদিন ঘুমালে শরীরে কী হয়?
সুস্বাস্থ্যের জন্য ভালো ঘুম জরুরি। প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক লোকের অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। তবে অনেকে বেশি ঘুমাতে পছন্দ করেন। জানেন কি বেশি ঘুমানো মন ও শরীরের ওপর বাজে প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এমনটাই মতামত বিশেষজ্ঞদের।
সারাদিন ঘুমানোর বা বেশি ঘুমানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট জার্সি ডেমিক।
বিষণ্ণতা বাড়ায়
২০১৪ সালের একটি গবেষণায় বলা হয়, যারা নয় ঘণ্টার বেশি সময় ধরে ঘুমায়, তাদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
বেশি ঘুমানোর কারণে লোকেরা ঘরে বেশি থাকে, সূর্যের আলোর কাছে কম যায়। এতে বিষণ্ণতা তৈরি হতে পারে। কেননা, সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আর এটি বিষণ্ণতারোধী।
মস্তিষ্কের বয়স বাড়ায়
ঘুম বিশেষজ্ঞরা বলেন, খুব বেশি ঘুম মস্তিষ্কের বয়স বাড়িয়ে দেয়। এতে মনোযোগের সমস্যা হয় এবং মস্তিষ্কের দৈনন্দিন কাজগুলো ব্যাহত হয়।
হার্টের ক্ষতি করে
গবেষণায় বলা হয়, বেশি ঘুম হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। কিছু গবেষণায় বলা হয়, পুরুষের তুলনায় নারীরা এই ঝুঁকিতে বেশি থাকে।
ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এতে রক্তের সুগার বেড়ে যায়। এটি টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা বাড়ায়।
ওজন বাড়ায়
বিশেষজ্ঞরা বলেন, যারা খুব বেশি ঘুমায়, শারীরিক পরিশ্রম কম করে, তাদের ক্যালোরি ঝড়ে না। এতে ওজন বাড়ে।