মিষ্টি খেলে কি কৃমি হয়?
মিষ্টিজাতীয় খাবার খেলে পেটে কৃমি হয়—এমনটি মনে করেন অনেকেই। আসলে ব্যাপারটি কি তাই? সত্য কথা হচ্ছে, মিষ্টিজাতীয় খাবার গ্রহণের সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই। তবে পেটে কৃমি থাকা অবস্থায় মিষ্টি খেলে পেটে কিছুটা গোলযোগ দেখা দিতে পারে। হয়তো সেই গোলমাল থেকেই এ ধারণার জন্ম হয়েছে।
পেটে কৃমি হয় সম্পূর্ণ অন্য কারণে। হাত দিয়ে ময়লা-আবর্জনা ঘাঁটার পর, খাওয়ার আগে হাত না ধুলে মাটি থেকে আসা কৃমির ডিম হাত থেকে খাবারের সঙ্গে মুখ হয়ে পেটে চলে যায়। মলের সঙ্গেও কৃমির ডিম থাকে। তাই মলত্যাগের পর হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হয়। খালি পায়ে হাঁটলে পায়ের পাতা ফুটো করে কৃমি শরীরের ঢুকতে পারে।
খাদ্যনালি হচ্ছে কৃমির আবাসস্থল। কৃমি মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। তাই পেটে কৃমি থাকলে শরীর হয় অজীর্ণ, অপুষ্ট ও রক্তশূন্য। রোগবালাই প্রায় লেগেই থাকে। কাজেই দেখা যাচ্ছে, কৃমি হওয়ার বিষয়টি নির্ভর করছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর। পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জীবনযাপন কৃমি থেকে রক্ষা করতে পারে। কিন্তু মিষ্টি খাওয়া বন্ধ করলে কোনো লাভই হবে না। মিষ্টির সঙ্গে কৃমি হওয়ার কোনো সম্পর্ক নেই।
লেখক : সহকারী অধ্যাপক, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল।