প্রোস্টেট গ্রন্থির বিনাইন টিউমার চিকিৎসার খরচ কেমন?
ক্যানসার ও বিনাইন টিউমার, প্রোস্টেট গ্রন্থিতে দুই ধরনের সমস্যা হতে পারে। ক্যানসার হলে সার্জারি করা হয়। আর বিনাইন টিউমারের ক্ষেত্রে এখন অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো ট্রান্সইউরেথ্রাল প্রোস্টেট রিসেকশন (টিইউআরপি)। এতে বিদ্যুতের তরঙ্গ দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রোস্টেটকে বের করে নিয়ে চলে আসে, ছোট ছোট টুকরো করে। এখন নতুন সংযোজন করা হয়েছে থুলিয়াম লেজার। সেটি দিয়ে রক্তপাতহীনভাবে আরো আধুনিকভাবে চিকিৎসা করা হচ্ছে। এসব আধুনিক চিকিৎসার থরচ কেমন?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৯৭তম পর্বে কথা বলেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান ও অ্যাডভান্সড সেন্টার অব কিডনির অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ।
প্রশ্ন : আগের পদ্ধতির তুলনায় এই পদ্ধতির খরচের তারতম্য কেমন?
উত্তর : আমরা তো এই মাটিরই সন্তান। আমাদেরই বাপ, চাচা, মামা, খালু তাদেরই চিকিৎসা করতে হচ্ছে। আমাদের যেমন সামর্থ্য তার মধ্যে সীমিত রাখার চেষ্টা করি। থুলিয়াম লেজার দিয়ে যদি করতে চাই, তাহলে আমাদের সেন্টারে সবসহ প্রায় ৮০/৯০ হাজার টাকা পড়ে। তবে সুবিধা অনেক। তবে টিইউআরপি করতে গেলে তাও একটি বড় হাসপাতালে এ রকমই খরচ পড়ে।