অ্যাজমার ক্ষেত্রে ইনহেলারের ভূমিকা কী?
অ্যাজমার চিকিৎসায় ইনহেলার একটি কার্যকর চিকিৎসা। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৩তম পর্বে কথা বলেছেন সহকারী অধ্যাপক রৌশনী জাহান। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রেসপিরেটরি বিভাগের ইউনিটপ্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইনহেলারের ভূমিকা অ্যাজমার ক্ষেত্রে কী রকম?
উত্তর : এখানে অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য রোগীকে যদি ভালো থাকতে হয়, উপসর্গমুক্ত থাকতে জীবনটা চালনা করতে হয়, তাহলে কিন্তু কিছু নিয়ম মানতে হবে। যেহেতু অ্যালার্জেনজনিত কারণে এটি সংবেদনশীল রেসপেরিটরি ট্র্যাক্টে আক্রমণগুলো সৃষ্টি করে, অ্যাজমা রোগীর শ্বাসকষ্টগুলো বাড়িয়ে দেয়, তার জন্য প্রধান যে চিকিৎসা, সেটি হলো ইনহেলার ব্যবহার করা। এর মাধ্যমে ধুলা সরাসরি শ্বাসতন্ত্রে চলে যাচ্ছে। এখানে অতিদ্রুত কাজটা করছে। তবে কম পার্শ্বপ্রতিক্রিয়া।
প্রশ্ন : সে ক্ষেত্রে তাদের তখন কীভাবে পরামর্শ দেন?
উত্তর : রোগীরা আসলেই ইনহেলার নিতে ভয় পায়। তবে সুখবর হলো, এখন অনেকটা কমে এসেছে। এর কারণ হলো হয়তো বা প্রচার হচ্ছে, ডাক্তারের কাছে গিয়ে জেনে আসছেন। তখন জেনে যাচ্ছেন। কারণ, আমরা যেটা করি অ্যাজমার চিকিৎসার সঙ্গে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। ইনহেলার নেওয়ার পদ্ধতি ঠিকমতো জানতে হবে। কয়েক ধরনের ইনহেলার রয়েছে। একটি হলো রিলিভার, আরেকটি হলো কনট্রোলার। এটি রোগীকে বুঝিয়ে দেওয়া হয় এবং মনে করিয়ে দেওয়া হয়, যখন রোগী কোথাও বেড়াতে যাবে, অন্যান্য জিনিসের আগে তার ব্যাগের মধ্যে অবশ্যই ইনহেলার নিতে হবে। এখন আমার মনে হয়, রোগীরা সেটা গ্রহণ করছে। নিয়ন্ত্রিত অ্যাজমার বিষয়ে সবাই জানতে পারছে।