অ্যাজমার জন্য শ্বাসকষ্ট, বুঝবেন কীভাবে?
শ্বাসকষ্টের একটি অন্যতম কারণ অ্যাজমা। তবে অ্যাজমার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, সেটি বোঝার উপায় কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৩তম পর্বে কথা বলেছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের রেসপিরেটরি বিভাগের ইউনিটপ্রধান সহকারী অধ্যাপক রৌশনী জাহান।
প্রশ্ন : অ্যাজমার জন্য যদি শ্বাসকষ্ট হয়ে থাকে বোঝার কি কোনো উপায় রয়েছে, আসলে এটি অ্যাজমার জন্য হয়েছে?
উত্তর : অবশ্যই। আবার কিছু কিছু রোগীর ইতিহাস নিয়ে জানতে পারি। যেখানে অ্যাজমার সমস্যা হয়, সেখানে পরিবারে কারো না কারো অ্যালার্জির রোগ থাকে। কারণ, অ্যাজমা অ্যালার্জিজনিত রোগ। কেন? এর কারণ জানা যায়নি। তবে অতিসংবেদনশীল শ্বাসতন্ত্রের কারণে এটি হয়ে থাকে। পরিবারে যখন থাকে, তাকে আমরা বলি এটোপিক অ্যাজমা। সে ক্ষেত্রে তার একটি ইতিহাস পাওয়া যায়। তার একটি চামড়ার রোগ থাকে অ্যালার্জিজনিত কারণে, অ্যালার্জি কনজাংটিভাইটিস। চোখ লাল হয়ে যায়, চুলকায়। চোখ দিয়ে পানি পড়তে পারে। আরেকটি যেটি হয়, অ্যালার্জির কারণে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। অনবরত ধোঁয়া, ধুলাবালির সংস্পর্শে এলে হাঁচি হতে পারে। নাক দিয়ে পানি ঝরতে থাকে, এগুলো একটি অন্যতম উপসর্গ। এ ছাড়া তার অ্যালার্জিক একজিমা হতে পারে।
শ্বাসকষ্টের একটি বিশেষ সমস্যা থাকে। একে আমরা বলি ভেরিয়েবল, অর্থাৎ অত্যন্ত পরিবর্তনশীল। কখনো কখনো খুব বেড়ে যায় অ্যালার্জেনের সংস্পর্শে এলে। যখন অ্যালার্জেন নিয়ন্ত্রণে থাকে না, তখন অনেক বেড়ে যায়। সাধারণত এসব দেখে বোঝা যায় অ্যাজমার কারণে শ্বাসকষ্ট হচ্ছে।