নিয়মিত দাঁতের যত্ন নেওয়ার পরও ক্ষয়ের কারণ কী?
দাঁতের নিয়মিত যত্ন নেওয়ার পরও অনেকের ক্ষেত্রে দাঁত ক্ষয়ের সমস্যা হয়। এর কারণ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৪তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নিয়মিত দাঁতের যত্ন নেওয়ার পরও কেন দাঁতে গর্ত বা ক্ষয় হয়?
উত্তর : এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে দেখতে হবে তার ব্রাশের পদ্ধতি ঠিক রয়েছে কি না এবং কি ধরনের খাবার সে নেয়। সে যদি স্টিকি ( আঠালো) খাবার খায়, রাতে দাঁত ব্রাশের পরও যদি খায় তাহলে সমস্যা হতে পারে। ব্রাশ হয়তো করল, তবে একটু মিষ্টি খেয়ে নিল বা চকোলেট খেয়ে নিল, এটি কিন্তু দাঁতে লেগে থাকছে। ব্রাশ হয়তো ঠিকই করছে। তবে দুইবার তিনবার এই খাবারগুলো যদি লেগে থাকে। তাহলে অবশ্যই তার এই ক্ষয়টা হবে।
ডিপ ফিশার থাকলে এর মধ্যে কিছু খাবার ঢুকবে, যতই যত্ন নেক। এগুলোর কারণে যত্ন নেওয়ার পরও দাঁত ক্ষয় হয়।
তবে বছরে একবার যদি চেকআপ করে, তাহলে তাকে গ্রস ক্যারিজে যেতে হচ্ছে না, রুট ক্যানেলে যেতে হচ্ছে না, ক্যাপ করতে হচ্ছে না।
আজকাল মজার জিনিস হলো দাঁত কাটতে হয় না। খুব আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। এটি ক্ষয় হতে হতে দুই থেকে পাঁচ বছর লেগে যায়।